Relationship Tips

প্রিয় মানুষটি কি ঠকাচ্ছেন, বুঝে নেওয়া যাবে কী ভাবে

অন্যের মনের ভিতরে কী আছে, তা বুঝে নিতে কয়েকটি বিষয় খেয়াল করা যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২২:১৯
Share:

অন্যের মন বোঝার উপায়ও আছে। ফাইল চিত্র

অনেক সময়েই বুঝে ওঠা যায় না অন্যের মনের ভাব। বিশেষ করে যখন কেউ মিষ্টি কথার আড়ালে লুকিয়ে রাখেন আসল ব্যক্তিত্ব। কিন্তু কষ্ট যাতে না পেতে হয় এমন মানুষের আচরণে, তার জন্য বোঝার চেষ্টাও করতে হবে নিজেকে।

Advertisement

কী ভাবে বুঝবেন অন্যের মনে কী আছে? বিশেষ করে তিনি যখন সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছেন। আপাত ভাবে ভাল ব্যবহারও করছেন। এমন পরিস্থিতিতেও কি বুঝে নেওয়া যায় যে ভালবাসার মানুষটি আসলে ঠকাচ্ছেন আপনাকে?

অন্যের মনের ভিতরে কী আছে, তা বুঝে নিতে কয়েকটি বিষয় খেয়াল করা যেতে পারে।

Advertisement

১) অস্বচ্ছ

অনেক ক্ষেত্রেই টের পাবেন পরিষ্কার করে সবটা বলছেন না সেই মানুষটি। এক-এক বার এক-এক রকমের কথা বলছেন হয়তো। তখন একটু ভাবতে হবে।

২) বর্ণনা

অনেক ঘটনার বর্ণনা দিতে গিয়েই এক জায়গার পরে আর এগোচ্ছেন না। বহু প্রশ্নের জবাব থেকে যাচ্ছে অর্ধেক না জানা। এমন যদি বারবার হতে থাকে, তবে একটু খেয়াল করা দরকার।

৩) অস্বস্তি

এমন কম মানুষই আছেন, যাঁরা টানা মিথ্যা বলে গেলেও আচরণে কোনও অস্বস্তির ভাব প্রকাশ পায় না। বেশির ভাগ ক্ষেত্রেই কেউ কিছু লুকোতে চাইলে, তা তার আচরণে ধরা পরে। একটু নজর দিলে বোঝা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement