মেয়ের বেল্টের দাম শুনে কী বললেন মা? ছবি: ইনস্টাগ্রাম
নামীদামি এবং পছন্দের ব্র্যান্ডের জামা কিংবা ঘড়ি— যে কোনও শৌখিনীর কাছেই স্বপ্ন। দেশি তো বটেই আন্তর্জাতিক মানের নামী ব্র্যান্ড হলে অনেকেরই এই খুশিটা কয়েক গুণ বেড়ে যায়। আর সে জন্য সীমাহীন দাম দিতেও তাঁরা প্রস্তুত।
কিন্তু একজন শৌখিনীর মা যদি সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ হন? আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনিসের দাম শুনে কেমন প্রতিক্রিয়া হবে তাঁর? এই প্রতিক্রিয়া-ওয়ালা এক ভিডিয়ো হালে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। মেয়ে কিনেছেন ইতালির জনপ্রিয় ব্র্যান্ড গুচ্চি-র বেল্ট। দাম ৩৫ হাজার টাকা। যা দেখে হতবাক মা! মায়ের দাবি, এর দাম তো ১৫০ টাকাও হবে না!
ঘটনাচক্রে দিল্লির এক বেসরকারি স্কুলের পড়ুয়াদের যে বেল্ট দেওয়া হয়, সেই বেল্টও ‘গুচ্চি’র এই বেল্ট-টির মতো দেখতে। সে কথাই ভিডিয়োয় বারবার বলেছেন মধ্যবিত্ত বাড়ির এই মহিলা।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি ‘ইওররেগুলারমম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। একটু খুঁজে দেখলেই বোঝা যায়, অনিতা এবং ছবি গুপ্ত নামে মা এবং মেয়ে এই অ্যাকাউন্ট-টি চালান।
মেয়ে ছবির বেল্ট-প্রেম আর মা অনিতার সেই বেল্টের দাম শুনে প্রতিক্রিয়া দেখে বেজায় মজা পেয়েছেন নেটাগরিকেরাও। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ভিডিয়ো দেখে ফেলেছেন ১৮ লক্ষেরও বেশি দর্শক।