বিদ্যা বালন। ছবি: সংগৃহীত।
চেহারা নিয়ে তিনি কম কটাক্ষ শোনেনি। তবে সমালোচনায় শুনে কখনও ভেঙে পড়েননি। বরং তিনি সব সময় বলেছেন, শারীরিক গঠন সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না। তাঁর এই বার্তা অনুপ্রেরণা জুগিয়েছে বহু নারীকে। সেই মানুষটিই হঠাৎ চমকে দিলেন দর্শককে। ১৭ বছর পর পর্দায় ফিরছে ‘মঞ্জুলিকা’! চমক তো থাকবেই। চমকে দিলেন বিদ্যা বালন। পেশাগত প্রয়োজনে ওজন ঝরিয়েছেন বিদ্যা। এখন তিনি ছিপছিপে, পাতলা গড়নের। এ যেন সেই পুরনো মঞ্জুলিকা!
সম্প্রতি বিদ্যা ওজন কমানোর বিষয়ে মুখ খুলেছেন। বিদ্যা বলেন, ‘‘এর আগে আমি ওজন কমাতে কম চেষ্টা করিনি। শরীরচর্চা, ডায়েট সব কিছুই করিছি। সুফল পায়নি, তা নয়। তবে কয়েক মাসের ব্যবধানে ফের ওজন বেড়ে গিয়েছে। এমন কেন হচ্ছে, সেটা জানতে চেন্নাইয়ের একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমায় বলেন, শরীরে বিভিন্ন সংক্রমণের কারণে ওজন কমছে না। তিনি ভরসা দিয়েছিলেন। আমার ওজন বেড়ে যেতে পারে এমন খাবার খাওয়া বন্ধ করতে বলেন। সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন খাবার খেতে বারণ করেন। দই, পালং যে আমার ওজন বেড়ে যাওয়ার কারণ, পুষ্টিবিদ জানান আমায়। তার পর থেকে ওই খাবারগুলি খাওয়া বন্ধ করে দিয়েছি চিরতরে।’’ তা হলে কি বিদ্যা শরীরচর্চা করতেন?
একদমই নয়। বিদ্যা জানিয়েছেন, তিনি রোগা হওয়ার জন্য জিমে যাননি। এমনকি বাড়িতেও শরীরচর্চা করেননি। পুষ্টিবিদের পরামর্শেই শরীরচর্চা করা বন্ধ করেন তিনি। অথচ এর আগে নিয়ম করে জিমে যেতেন বিদ্যা। কাজের মতো শরীরচর্চাও করতেন নিষ্ঠার সঙ্গে। কিন্তু নজরে পড়ার মতো কোনও সুফল তিনি পাননি। তবে ‘ভুলভুলাইয়া ৩’-র শুটিংয়ের আগে উঠেপড়ে লাগেন তিনি। পুষ্টিবিদের পরামর্শেই শুরু হয় বিদ্যার ওজন কমানোর সফর। পুষ্টিবিদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তিনি। পরিশ্রমের ফল যে মিঠে হয়েছে, বিদ্যাকে দেখেই তা বোঝা যাচ্ছে।