মেঘ-দুপুরে হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি। জানলার বাইরে চোখ। রাস্তার পাশের লাইটপোস্টের তারে ভেজা কাক। খোলা জানলার গ্রিল ছাপিয়ে ঘরের ভিতর বৃষ্টির ছাট। জানলার কাচে বর্ষার জলের আঁকিবুকি। মনটা কেমন যেন উদাসীন। বৃষ্টি নামলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। নস্টালজিক হয়ে ওঠে মনটা। বৃষ্টি-বাদলার দিন ছোট বেলার স্মৃতির পাতা থেকে মনের কোণে যে কথাগুলো কড়া নাড়ে। এক নজরে সেগুলি দেখে নিন মন ভাল হয়ে যাবে।
আরও দেখুন: বর্ষায় পায়ের যত্ন নিন এ ভাবে