পেয়াঁজ, রসুনের গন্ধ খাবারে থাক, হাতে নয়। ছবি: সংগৃহীত।
খাবার থেকে পেঁয়াজ, রসুনের গন্ধ বেরোলে মন্দ লাগে না। কিন্তু সেই গন্ধ যখন হাতে লেগে থাকে, একরাশ বিরক্তি আসে মনে। পেঁয়াজ, রসুনের গন্ধ খুব ঝাঁঝালো হয়। সাবান, হ্যান্ডওয়াশ ব্যবহার করেও কোনও লাভ হয় না। এমনকি, পারফিউমের গন্ধও ঢেকে দিতে পারে না পেঁয়াজ, রসুনের গন্ধকে। তবে কয়েকটি টোটকার কথা জেনে নিলে রসুন বা পেঁয়াজ কাটার পর গন্ধ থেকে মুক্তি পাবেন।
মাজন
যে কোনও ফ্লোরাইডযুক্ত দাঁতের মাজন হাতে লাগিয়ে ভাল করে মাখিয়ে রেখে দিন। মিনিট দশেক অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। গন্ধ চলে যাবে।
তেল
পেঁয়াজ বা রসুন কাটার আগে হাতে ভাল করে সর্ষের তেল মেখে নিন। তা হলে পেঁয়াজ, রসুনের গন্ধ হাতে লাগবে না। সব শেষে তেল ধুয়ে নিতে আগে সাবান মাখুন। তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন।
অ্যাপ্ল সিডার ভিনিগার
ওজন কমাতে অ্যাপ্ল সিডার ভিনিগার বেশ কার্যকরী। তবে এই ভিনিগার কিন্তু হাতের গন্ধ দূর করতেও কাজে আসে। অ্যাপ্ল সিডার ভিনিগার কয়েক ফোঁটা নিয়ে হাতে মাখিয়ে নিন। মিনিট ১৫ পর ঠান্ডা জলে ধুয়ে নিন, গন্ধ চলে যাবে।
নুন ও সাবান জল
সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় শুধু গন্ধ যাবে না। তাই সাবান জলে একটু নুন মিশিয়ে নিয়ে ভাল করে হাতে লাগিয়ে রাখুন। কিছু সময় পর ঠান্ডা জলে হাত ধুয়ে নিন, গন্ধ থাকবে না।