Viral Incident

প্রথম সন্তানের বয়স ৬ মাস, তার মধ্যেই দ্বিতীয় সন্তান প্রসব তরুণীর! কী করে ঘটল এমনটা?

চিকিৎসকেরা বলছেন, ‘সুপারফিটেশন’ বিরল হলেও অবৈজ্ঞানিক নয়। অন্তঃসত্ত্বা থাকাকালীন আবার সন্তানধারণ করা সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৭
Share:

যমজ সন্তান কিন্তু বয়সের ফারাক ছ’মাস! ছবি: সংগৃহীত।

একই গর্ভে রয়েছে দুই সন্তান, তবু তারা যমজ নয়। অবিশ্বাস্য হলেও সত্যি! প্রথম সন্তান প্রসব করার মাস ছয়েকের মধ্যেই দ্বিতীয় সন্তান প্রসব করেন এক তরুণী। সেই ঘটনাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি।

Advertisement

একটি রিপোর্টে জানা গিয়েছে, পেশায় কেশসজ্জাশিল্পী জেসিকা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁর সঙ্গে কী ভাবে এমন ঘটনা ঘটল সে ব্যাখা দিয়েছেন নিজেই। জেসিকা জানিয়েছেন, প্রথম বার অন্তঃসত্ত্বা অবস্থায় সঙ্গম করার ফলেই আবার দ্বিতীয় সন্তানধারণ করেন তিনি। চিকিৎসা পরিভাষায় যাকে ‘সুপারফিটেশন’ বলা হয়। চিকিৎসকেরা বলছেন, এই অবস্থা বিরল হলেও অবৈজ্ঞানিক নয়। অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন আবার সন্তানধারণ করা সম্ভব। ‘সুপারফিটেশন’ ভ্রূণ আদতে যমজই। একই জরায়ুর মধ্যে থাকা দুটি ভ্রূণের বেড়ে ওঠা বা প্রসবের সময় আলাদা। জেসিকার ক্ষেত্রে সন্তান প্রসবের ব্যবধান ছিল মাস ছয়েক। তবে, কয়েক সপ্তাহের ব্যবধানে প্রসব করার উদাহরণও রয়েছে।

জেসিকা বলেন, অনেক মায়ের কাছেই এই বিষয়টি স্পষ্ট নয়। গর্ভে যে যমজ সন্তান রয়েছে, তা অনেক সময়ে মায়েরা বুঝতেই পারেন না। নির্দিষ্ট কিছু পরীক্ষা ছাড়া তা বোঝার উপায়ও থাকে না। এখনও পর্যন্ত আমেরিকায় দশটি ‘সুপারফিটেশন’ এর ঘটনা ঘটেছে। জেসিকা একাদশতম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement