Eggshells

সেদ্ধ ডিমের খোলা ফেলে না দিয়ে গুঁড়ো করে রাখুন,গাছের সার ছাড়াও অন্য ৩ কাজে লাগতে পারে

গাছের ক্যালশিয়াম সমৃদ্ধ সার হিসেবে ডিমের খোসা বেশ কাজের। আবার ডিম জিনিসটা টিকটিকিদের বড়ই অপছন্দের। তাই ঘরের এক কোনায় ডিমের খোসা উঁকি মারতে দেখা যায় অনেক বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৩
Share:

ডিমের খোসা কোন কাজে লাগে? ছবি: সংগৃহীত।

সকালের জলখাবারে সেদ্ধ ডিম। রাতে বাড়ি ফিরে ডিম ভাজা। নয় নয় করে গেরস্ত বাড়িতে প্রতি দিন দু-চারটি করে ডিম খাওয়া হয়েই যায়। সেই ডিমের খোসা আবার অনেকেই জমিয়ে রাখেন। গাছের ক্যালশিয়াম-সমৃদ্ধ সার হিসেবে ডিমের খোসা বেশ কাজের। আবার ডিম জিনিসটা টিকটিকিদের বড়ই অপছন্দের। তাই ঘরের এক কোনা থেকে ডিমের খোসা উঁকি মারতে দেখা যায় অনেক বাড়িতেই। তবে ডিমের খোসা দিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায়, তা হয়তো অনেকেই জানেন না।

Advertisement

ডিমের খোসা দিয়ে আর কী কী করা যায়?

১) পাখির খাবার:

Advertisement

সেদ্ধ ডিমের খোসা ফেলে না দিয়ে বাগানের এক কোণে জমা করে রাখুন। একসঙ্গে অনেকটা খোসা জমলে সেগুলো ভাল করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। বাড়ির পোষা পাখি এবং গাছেদের ক্যালশিয়াম-সমৃদ্ধ খাবার হতে পারে ডিমের খোসা।

২) অস্থিসন্ধির ব্যথায়:

কাচের একটি পাত্রে অ্যাপ্‌ল সাইডার ভিনিগার এবং ডিমের খোসা একসঙ্গে ভিজিয়ে রাখুন। দু-তিন দিন পর ডিমের খোসাগুলি ভিনিগারে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে। পা মচকে গেলে বা অস্থিসন্ধির ব্যথায় তৎক্ষণাৎ আরাম দিতে পারে এই মিশ্রণ।

গাছের ক্যালশিয়াম-সমৃদ্ধ সার হিসাবে ডিমের খোসা বেশ কাজের। ছবি: সংগৃহীত।

৩) মেঝে পরিষ্কার করতে:

পাথরের মেঝে পালিশ করতে রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিক থেকে অনেকেরই সাইনাস, অ্যালার্জিজনিত সর্দি-কাশি, ত্বকে নানা ধরনের র‌্যাশ বেরোতে দেখা যায়। সেই কাজ কিন্তু খুব ভাল ভাবে করে দিতে পারে ডিমের খোসা। মেঝের উপর ডিমের খোসার গুঁড়ো ছড়িয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই মেঝে একেবারে ঝকঝকে হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement