আপনার আইকিউ কত? ছবি- সংগৃহীত
স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রেই চিকিৎসা কেন্দ্রে গিয়ে মাঝে মধ্যেই শারীরিক নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করান। কিন্তু মাথায় যে কতটা বুদ্ধি, কোনও দিন তার হিসেব করে আর কত জন দেখেন? বিশেষজ্ঞরা বলছেন, নিজের বুদ্ধিমত্তা বা আইকিউ মূল্যায়ন করতে পৃথিবীর সবচেয়ে সহজ উপায়—তিনটি প্রশ্নের উত্তর দেওয়া।
বুদ্ধির বিকাশ কতটা বোঝার জন্য নিজেকে কোন তিন প্রশ্ন করতে হবে?
১) একটি ব্যাট এবং একটি বলের মোট দাম ৪০০ টাকা। যদি ব্যাটের দাম বলের চেয়ে ২০০ টাকা বেশি হয়, তা হলে ব্যাটের দাম কত?
২) পাঁচ মিনিটে, পাঁচটি মেশিন, পাঁচটি কাজ করে। ১০০টি মেশিন দিয়ে, ১০০টি কাজ করতে কত সময় লাগবে?
৩) একটি ঝিলে প্রতিদিন একটি করে শালুক ফুল দেখা যায়। প্রতিদিন তা আকারে দ্বিগুণ হয়। তা হলে পুরো ঝিলে শালুক ফুল ভরতে কত সম লাগবে?
অঙ্ক কষে উত্তর হাতের কাছে রেখে দিন এ বার দেখুন আপনার উত্তর মিলল কিনা।
১) ধরা যাক বলের দাম x
তা হলে, ব্যাটের দাম x+২০০ টাকা
বল + ব্যাট = x + (x+২০০) = ৪০০
২x + ২০০ = ৪০০
২x = ৫০০-৪০০
X = ২০০/২
X = ১০০
বলের দাম ১০০টাকা।
২) পাঁচটি মেশিন, যদি পাঁচ মিনিটে, পাঁচটি কাজ শেষ করে তা হলে একটি মেশিনে, একটি কাজ করতে সময় লাগে পাঁচ মিনিট। সে ক্ষেত্রে ১০০টি মেশিনের ১০০টি কাজ করে সময় লাগবে পাঁচ মিনিট।
৩) যদি কুঁড়ি থেকে ফুল দ্বিগুণ আকারে বড় হতে এক দিন সময় লাগে, তা হলে সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলি শুকিয়েও যাবে। তাই সম্পূর্ণ লেক কখনওই ভরবে না। লেকের যে প্রান্ত থেকে ফুল ফোটা শুরু হয়েছিল, সেই অর্ধেক ভর্তি হতেই ৪৭ দিন সময় লাগবে।