পনির কিনে ফাঁপরে। ছবি: সংগৃহীত।
দাম একটু বেশি হলে কী হবে, অনলাইনে কেনাকাটা করার সুবিধে তো আছেই। প্রয়োজনীয় যা কিছু বাড়ি বসেই হাতের কাছে পাওয়া যায়। এই গরমে বাজার ঘোরার ঝক্কি পোহাতে হয় না বলে অনেকেই এই সমস্ত ই-কমার্স সাইট থেকে প্রতি দিনের বাজার করেন। তবে, জিনিসের মান নিয়ে মনে দোলাচল তো থাকেই। যেমন, অনলাইনে পনির কিনে বিপদে পড়েছিলেন চণ্ডীগড়ের এক মহিলা। সেই পনির রাঁধতে গিয়ে যা হয়েছিল সেই ঘটনা ভিডিয়ো করে রেখেছিলেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সম্প্রতি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনলাইনে অর্ডার দেওয়া ওই পাঁচ কেজি পনির ফ্রিজ থেকে বার করে রান্না করতে গিয়েই শুরু হয় বিপত্তি। দইয়ের থেকে খানিকটা শক্ত হলেও ছুরি দিয়ে তা সহজেই কাটা যায়। কিন্তু অনলাইনে আসা এই পনির কিছুতেই কাটতে পারছিলেন না তিনি। তাই স্বামীকে ডেকে বিষয়টি দেখতে বলেন। মাঝখান থেকে পনিরের খণ্ডটি দু’ভাগ করতে আসলে বিষয়টি খোলসা হয়। দেখা যায় অতি যত্ন করে পনিরের ভিতরে ঢোকানো রয়েছে পাথরের চাঁই। ওজন বৃদ্ধি করার জন্য এই ফিকির করেছিলেন পনির ব্যবসায়ী। যাতে দু’কেজি পনির সহজেই পাঁচ কেজিতে পরিণত হয়। যা দেখে হতবাক চণ্ডীগড়ের ওই দম্পতি।