এক চার্জে আপনার দামি স্মার্টফোন কতটা দৌড়য়? এক দিন, দেড় দিন। কিন্তু, তাতে কি অফিস-বাড়ির যাবতীয় কাজকর্ম সেরে ফেলা যায়? মোটেই না! ভাবছেন, যদি এক চার্জেই বেশ কয়েক দিন চালু থাকত মোবাইল? এ বার বোধহয় সেই ইচ্ছেপূরণ হতে চলেছে। কারণ, বাজারে পা রাখছে দশ হাজারেরও বেশি এমএএইচ ব্যাটারির স্মার্টফোন।
ইয়াও ৬০০০ প্লাস নামে সে স্মার্টফোনের ব্যাটারি ১০,৯০০ এমএএইচ। এক চার্জেই তা চলবে বেশ কয়েক দিন। মেটালিক বডির এই স্মার্টফোনের এইচডি ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। যাতে মিলবে ৭২০X১২৮০ মেগাপিক্সেল রেজোলিউশন। অ্যান্ড্রয়েড বেসড এই স্মার্টফোনে ইয়ুনওএস ছাড়াও রয়েছে ৬৪-বিট কোয়াডকোর প্রসেসর। তবে ব্যাটারির ক্ষমতা বেশি হলেও র্যাম মাত্র ১ জিবি। ইন্টারনাল স্টোরেজও বেশ কম। মাত্র ১৬ জিবি। তবে তা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রিয়ার সাইডে ১৩ এমপি-র ছাড়াও এতে রয়েছে ৫এমপি-র ফ্রন্ট ক্যামেরা। তবে ফোর-জি এই স্মার্টফোন এখনই আসছে না ভারতে। আপাতত চিনের বাজারে ছাড়া হবে এই স্মার্টফোনটি।
আরও পড়ুন