অভ্যাস বা বদঅভ্যাস যাই হোক, বারবার একই জিনিস করলে দৃষ্টিকটু লাগে। এমন কী সেই ব্যবহারে মাঝে মধ্যে বিরক্তও হই আমরা। কিন্তু প্রত্যেক ম্যানিয়ার পিছনে রয়েছে কিছু বিজ্ঞানসম্মত যুক্তি। রয়েছে ডাক্তারি কারণও। আপনার কী সেই রকম কোনও অভ্যাস রয়েছে? তাহলে জেনে নিন সেই অভ্যাসের কী কারণ।
আরও খবর- ওষুধের স্ট্রিপে ট্যাবলেটের মাঝে ফাঁক রাখা হয় কেন?