Shelf

শেলফের সজ্জায় রদবদল

পাশাপাশি চিরাচরিত ক্যাবিনেট বা স্টোরেজের ধারণাও গিয়েছে বদলে। কারণ একটাই, জায়গা অনুযায়ী ব্যবহারযোগ্যতা বাড়ানো।

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০০:৪৬
Share:

ব্যস্ত জীবন। পরিবারে লোকসংখ্যাও কম। তাই আধুনিক ফ্ল্যাটের অন্দরসজ্জার জন্য পরিশ্রম বাড়াতে অনেকেই নারাজ। পুরনো দিনের বাড়িতে তাক বা শেলফের সংখ্যা যতই বেশি হোক, আধুনিক ফ্ল্যাটে তা কিন্তু অনেকাংশেই কম। কারণ খোলামেলা তাক মানে, তাতে ধুলোর পরত জমবে। নিয়মিত পরিষ্কার না রাখলে তাক সাজানোর উদ্দেশ্য বৃথা। তাই আধুনিক ফ্ল্যাটে শেলফের ব্যবহার এখন ন্যূনতম। সময়ের সঙ্গে শেলফের সাজেও এসেছে পরিবর্তন।

Advertisement

পাশাপাশি চিরাচরিত ক্যাবিনেট বা স্টোরেজের ধারণাও গিয়েছে বদলে। কারণ একটাই, জায়গা অনুযায়ী ব্যবহারযোগ্যতা বাড়ানো। দুই বা তিন বেডরুমের ফ্ল্যাটে ক্যাবিনেট দিয়ে জায়গা ভরাট করতে চাইছে না এখনকার প্রজন্ম। জামাকাপড় রাখার জন্য বড়জোর একটি ওয়ার্ড্রোব থাকবে বেডরুমে। বাকি দরকারি জিনিস ড্রয়ারে রাখতে পছন্দ করছে মিনিমালিস্ট বাঙালি।

লিভিং‌ এরিয়ায় শেলফ

Advertisement

ইন্টিরিয়র ডিজ়াইনিংয়ের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞের মতে, পরিশ্রম কমানোর জন্য ফ্ল্যাটে ‘কনসেপ্ট অব ডিসপ্লে’ বদলে যাচ্ছে। কারণ ফাঁকা শেলফ দেখতে ভাল লাগে না। তাই যদি শেলফ সাজাতেই হয়, তবে লিভিং এরিয়ায়। অনেক সময়ে গ্রাহকেরা বলেই দেন, টেলিভিশন ইউনিটের চারপাশটুকুই সাজাতে চান। বাড়তি শেলফ রাখতে চান না। এ ছাড়া লিভিং এরিয়ায় কনসোল টেবল সাজিয়ে রাখতেও পছন্দ করেন অনেকে। ড্রেসিং টেবল যদি ‘কনসিলড’ বা ঢাকা দেওয়া হয়, তবে সেখানে বিভিন্ন তাকে জিনিস রাখা হয়। বাকিটা ড্রয়ারে বা ড্রেসিং টেবলের আয়নার সামনে সাজিয়ে রাখা হয়।

কিচেনের পুল-আউট শেলফ রান্নাঘরে কিন্তু কিছুটা হলেও শেলফের ব্যবহার প্রয়োজন হয়। তবে সেখানেও এখন ড্রয়ার বেশি দেখা যাচ্ছে। আর পরিষ্কার রাখার জন্য শাটার সিস্টেম এখন বেশি চলছে। অর্থাৎ তাকগুলো ঢেকে রাখতে হবে। সেটা ক্যাবিনেটের আকারেও হতে পারে বা শাটার-টানা। প্যানট্রি শেলফ আর পুল-আউট শেলফও রান্নাঘরে বেশি ব্যবহার করা হয়। এ ছাড়া আনাজ ও ফলমূল রাখার জন্য অ্যাঙ্গুলার শেলফ বানিয়ে নিতে পারেন। মশলাপাতির জন্য ইন-বিল্ট শেলফ। ফোল্ডিং শেলফও ব্যবহারের সুবিধের জন্য রাখা হয়।

শেলফের সজ্জায় বৈচিত্র

ট্র্যাডিশনাল কাঠের তাক এখন প্রায় দেখাই যায় না। তার জায়গায় মেটাল, কাচ বা ফাইবারের ট্রেন্ডি শেলফ জায়গা করে নিচ্ছে আধুনিক ফ্ল্যাটের অন্দরে। মনে রাখতে হবে, অন্দরসজ্জা এখন হয় কোনও একটি জ়োন ধরে। এক দিকের দেওয়ালে হয়তো শেলফ সাজানো থাকল, অন্য দিকটা ফাঁকা রাখা হল।

হ্যাঙ্গিং, ফ্লোটিং, কর্নার, অ্যাঙ্গুলার, ইন-বিল্ট শেলফ... নানা ধরনের পাওয়া যায়। অবশ্যই বেড রুম আর বাথরুমের শেলফের স্টাইল আলাদা হবে। সাধারণত শেলফের রং এক ধরনেরই হয়। তবে চাইলে ফ্রেমে একটি রং আর শেলফের ভিতরে অন্য রং করা যেতে পারে।

শেলফের শেপ-সাইজ়ও কিন্তু ব্যবহার অনুযায়ী। সাধারণত স্টাডিতে বই রাখার জন্য রিভলভিং শেলফ রাখা হয়। ছোটদের সুবিধের জন্য প্লাস্টিকের শেলফে খেলনা বা বই, দুটোই রাখা হয়।

পুরনো বাড়ির তাকের ভোলবদল

নতুন ফ্ল্যাট না হয় নিজের মনের মতো সাজিয়ে নিলেন। কিন্তু পুরনো বাড়ির যে তাকগুলি রয়েছে, সেগুলো কি নতুন করে সাজানো যায় না? সাধারণত পুরনো বাড়িতে অনেক খোপ-খোপ জায়গা থাকে। আগেকার দিনে বলা হত ‘কুলুঙ্গি’। এই কোণগুলিকে ইন্টিরিয়রের ভাষায় বলা হয়, ‘নিশ’। আধুনিক ফ্ল্যাটে শেলফের বদলে কৃত্রিম নিশ তৈরি করে সাজানো হয়।

পুরনো বাড়ির ক্ষেত্রে ওই নিশগুলির উপর দিয়ে আগাগোড়া রাইস লাইটের স্ট্রিংস ঝুলিয়ে দিতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগে। আবার জায়গার ব্যবহারও সঠিক হয়। সাদামাঠা তাকগুলিকে কাচের তাক করে নিতে পারেন। আর সেগুলি ফ্রেমের মধ্যে সাজিয়ে নিতে পারেন। তা হলে জায়গাটির লুকও বদলে যাবে। ফ্রেমের ফিনিশিং কাঠের হতে পারে বা ল্যামিনেটেড কিংবা পলি কোট দেওয়া।

ড্রয়ারেই ভরসা

শেলফ আর ড্রয়ারের ব্যবহারিক উপযোগিতা প্রায় এক হলেও, দেখার সৌন্দর্য কিন্তু দু’টির একেবারেই আলাদা। তবে আধুনিক ফ্ল্যাটে ড্রয়ারের ব্যবহার বেশি। ক্যাবিনেটও এখন ড্রয়ারকেন্দ্রিক।

ঘর সাজানোর ক্ষেত্রে যেমন উপযোগিতার প্রশ্নটি রয়েছে, তেমনই রয়েছে ভাল লাগার বিষয়ও। তাই চাইলে শেলফের ব্যবহার আপনি বাড়াতেই পারেন। সে ক্ষেত্রে সৌন্দর্যায়নের নতুন পথও যাবে খুলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement