Extra Marital Affairs

অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বামী, জানতে পেরে গায়ে গরম তেল ঢেলে দিলেন স্ত্রী

পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হায়দরাবাদের কাছে জিয়াগুড়া এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৩
Share:

কড়াইয়ের ফুটন্ত তেল স্বামীর গায়ে ছুঁড়ে মারেন স্ত্রী। প্রতীকী ছবি

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব স্বামী। জানতে পেরে তাঁর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। হায়দরাবাদের কাছে জিয়াগুড়া এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

গিরিধর লাল রমেশ নামের ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী রেণুকা আগে অন্ধ্রের বিজয়ওয়াড়াতে থাকতেন। বছর তিনেক আগে সপরিবার হায়দরাবাদের কাছে কুলসুমপুরার জিয়াগুড়াতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, সেই পাড়ারই এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গিরিধর। রেণুকার অভিযোগ, তার পর থেকেই স্ত্রী-সন্তানের প্রতি অবহেলা শুরু করেন তিনি। এমনকি মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতেও থাকতে যেতেন গিরিধর।

পরকীয়ার পরিণাম! প্রতীকী ছবি

মঙ্গলবার স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন রেণুকা। তার পরই শুরু হয় বাদানুবাদ। ঝগড়ার সময় রান্না করছিলেন রেণুকা। অভিযোগ, রাগের মাথায় সেই সময়েই কড়াইয়ের ফুটন্ত তেল স্বামীর গায়ে ছুড়ে মারেন রেণুকা। গরম তেলে দেহের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে গিরিধরের। ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement