প্রেমের টানে মোবাইল চুরি? ছবি: সংগৃহীত
দামি মোবাইল চাই প্রেমিকার। তাঁর সাধপূরণ করতে মোবাইলের দোকানে ঢুকে সারা রাত লুকিয়ে ছিলেন এক যুবক। পর দিন দোকান খোলার পর সাত-সাতটি মোবাইল নিয়ে চম্পটও দেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকা মোবাইল ব্যবহার করতেই ফোনের আইএমইআই নম্বর ধরে পুলিশ খুঁজে বার করল প্রেমিককে। বেঙ্গালুরুর ঘটনা, অভিযুক্তের নাম আব্দুল মুনাফ।
পুলিশ সূত্রে খবর, ২৭ বছর বয়সি মুনাফ আদতে বিহারের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি রেস্তরাঁয় কাজ করতেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে আলাপ হয় মেঙ্গালুরুর এক তরুণীর। তাঁকে উপহার দেওয়ার জন্যই মোবাইল চুরির ফন্দি আঁটেন যুবক। প্রথমে গ্রাহকের বেশে দোকানে ঢোকেন আব্দুল। তার পর সুযোগ বুঝে লুকিয়ে পড়েন মহিলাদের শৌচাগারে। দোকান বন্ধ হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। দোকান বন্ধ হওয়ার পর বেরিয়ে এসে মোট সাতটি মোবাইল হাত করেন। পরের দিন দোকান খোলার পর মোবাইল সহ বাইরে বেরিয়ে যান আব্দুল।
মোবাইল নিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ফোন মেঝেতে পড়ে যায়। পরে সেটি কুড়িয়ে পান দোকানের এক কর্মচারী। আর তখনই সামনে আসে চুরির ঘটনা। পুলিশ জানিয়েছে, প্রায় ৫ লক্ষ টাকার মোবাইল চুরি করেছিলেন আব্দুল। প্রেমিকাকে মোবাইল উপহার দেওয়ার পর সেই মোবাইল চালু করতেই আইএমইআই নম্বর ধরে মোবাইলের খোঁজ পেয়ে যায় পুলিশ। উদ্ধার হয়েছে সব ফোনই।