কী সমস্যা অনুব্রত মণ্ডলের? ছবি: পিটিআই।
সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু রবিবার তৃণমূল নেতা ইমেল মারফত সিবিআইকে জানান, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। তাঁর আইনজীবী জানান, অনুব্রত অসুস্থ। সোমবার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু ভর্তি নেওয়া হয়নি তাঁকে।
রবিবারই অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন, ৮ তারিখ এসএসকেএমে যাওয়ার কথা আগে থেকেই ঠিক ছিল। সোমবার দুপুরে এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। সূত্রের খবর শ্বাসকষ্ট, স্লিপ অ্যাপনিয়া, হৃদ্যন্ত্রের সমস্যা, ফিশচুলা ও অণ্ডকোষের সমস্যা রয়েছে অনুব্রতর। সম্প্রতি তিনি জানান, শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা হচ্ছে তাঁর।
এসএসকেএম হাসপাতালে তাঁকে দেখছেন দীপ্তেন্দ্র সরকার, সরোজ মণ্ডল, সৌমিত্র ঘোষ, রাজেশ প্রামাণিক ও সোমনাথ কুণ্ডুর মতো চিকিৎসকরা। সোমবার অনুব্রত আসায় এসএসকেএমে ২১৬ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন, অনুব্রতর প্রায় সব সমস্যাই ক্রনিক অসুখ। তাই এই মুহূর্তে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই তাঁকে। বেলা সাড়ে ৩টে নাগাদ এসএসকেএম থেকে বেরিয়ে যান অনুব্রত।