Dog Care Tips

পথকুকুরকে আদর করে বিস্কুট দিচ্ছেন ঠিক আছে, কোন কোন খাবার একেবারেই খাওয়াবেন না?

খিদের তাড়নায় যা খুশি দিলেই খেয়ে নেয় তারা। তাই বলে এমন কিছু খাওয়াবেন না, যা কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৫:৩০
Share:

কোন কোন খাবার কুকুরের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, জেনে নিন। ছবি: ফ্রিপিক।

লেজ নাড়তে নাড়তে পিছু পিছু যখন আসে ওরা আর করুণ চোখ করে তাকায়, তখন কিছু খাবার না দিয়ে কী আর থাকা যায়! পথকুকুরকে বিস্কুট খাওয়াতে দেখা যায় অনেককেই। বাড়ির বেঁচে যাওয়া খাবারও দিয়ে দেন। খুবই সাদামাটা খাবার পেলেও আনুগত্য দেখায় তারা। খেয়াল রাখবেন, বাড়ির পোষ্য কুকুরের যেমন যত্ন নেন, পথকুকুরকে খাবার দেওয়ার সময়েও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। নিজে যা খাচ্ছেন, তাই যদি ওদের দিতে থাকেন তা হলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে ওরা। খিদের তাড়নায় যা খুশি দিলেই খেয়ে নেয় তারা। তাই বলে এমন কিছু খাওয়াবেন না, যা কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে নিন কী কী খাবার একেবারেই দেবেন না।

Advertisement

১) বিস্কুট খাওয়াচ্ছেন ঠিক আছে, কিন্তু চকোলেট দেওয়া বিস্কুট বা চকোলেট ক্রিম ঠাসা বিস্কুট, ওয়েফার কুকুরকে দেবেন না। চকোলেটেথাকে থিয়োব্রোমিন নামে এক ধরনের যৌগ যা খেলেই বমি, ডায়রিয়া হতে পারে কুকুরের। বেশি চকোলেট খেলে পেশির খিঁচুনি হতে পারে, হার্টের কার্যকারিতাও কমে যেতে পারে।

২) মিষ্টি লজেন্স, বেশি মিষ্টি দেওয়া খাবার কখনওই পথকুকুরকে খাওয়াবেন না। বেঁচে যাওয়া মিষ্টি, কুকিজ ভুলেও দেবেন না। এগুলির মধ্যে থাকে জ়াইলিটল নামে একধরনের কৃত্রিম চিনি যা কুকুরের শরীরে বেশি মাত্রায় গেলে লিভারের জটিল রোগ হতে পারে। রক্ত জমাট বেঁধে মৃত্যুও হতে পারে।

Advertisement

৩) বেশির ভাগ কুকুরই ‘ল্যাকটোজ় ইনটলারেন্ট’। দুধ বা দুগ্ধজাত দ্রব্য ওদের সহ্য হয় না। তাই ভুলেও কুকুরকে দুধ, ছানা, পনির এসব খাওয়াবেন না।

৪) আধ কাঁচা বা অল্প সিদ্ধ আলু পথকুকুরকে দেবেন না। কাঁচা আলুও নয়। কাঁচা আলুতে থাকে সোলানিন যা পেটে গেলেই বমি, ডায়রিয়া হবে কুকুরের।

৫) বেশি পেঁয়াজ বা রসুন দেওয়া খাবার অথবা কাঁচা পেঁয়াজ-রসুন পথকুকুরকে খাওয়াবেন না। পেঁয়াজ বা রসুনে থাকে থিয়োসালফেট নামে যৌগ যার থেকে কুকুরের রক্তাল্পতা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement