Air purifier

এয়ার পিউরিফায়ার কি পোষ্যদের জন্য সুরক্ষিত? কেনার আগে কী কী দেখে নেবেন?

শীতের এই সময়ে রোগজীবাণুর বাড়াবাড়ন্তে পোষ্যদেরও নানা রকম অ্যালার্জি জনিত রোগ হয়। তার থেকে বাঁচতেও এয়ার পিউরিফায়ার বাড়িতে লাগানোর কথা ভাবছেন অনেকেই। কিন্তু বাড়িতে পোষ্য থাকলে কি যন্ত্রটি বসানো যাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:১০
Share:

বাড়িতে পোষ্য থাকলে কী ধরনের এয়ার পিউরিফায়ার কিনবেন? ছবি: ফ্রিপিক।

কলকারখানা থেকে যানবাহন, দিনে দিনে বাড়ছে বায়ুদূষণ। ঋতু পরিবর্তনের সময়েও ব্যাক্টেরিয়া-ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। বাতাসে মিশে থাকা ধুলো, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে কেউ কেউ এখন ঘরে এয়ার পিউরিফায়ার লাগাচ্ছেন। তা ছাড়া শীতের এই সময়ে রোগজীবাণুর বাড়াবাড়ন্তে পোষ্যদেরও নানা রকম অ্যালার্জি জনিত রোগ হয়। তার থেকে বাঁচতেও এয়ার পিউরিফায়ার বাড়িতে লাগানোর কথা ভাবছেন অনেকেই। এখন কথা হল, এয়ার পিউরিফায়ার মানুষের জন্য সুরক্ষিত হলেও, পোষ্যদের জন্য নিরাপদ কি না সে নিয়ে অনেকেই প্রশ্ন করেন।

Advertisement

এই বিষয়ে পশু চিকিৎসক সবুজ রায় জানাচ্ছেন, এয়ার পিউরিফায়ার পোষ্যদের জন্য একেবারেই সুরক্ষিত। তবে দেখে নিতে হবে কোন সংস্থার এয়ার পিউরিফায়ার কিনছেন এবং তার থেকে ওজ়োন নিঃসরণ হয় কি না। ওজোন গ্যাস কিন্তু পোষা কুকুর, বিড়াল বা পাখিদের জন্য ক্ষতিকর। যে পিউরিফায়ারটি কিনছেন সেটি থেকে ক্রমাগত আওয়াজ বার হচ্ছে কি না তা-ও দেখে নেবেন। এই আওয়াজে ভয় পায় পোষ্যেরা।

চিকিৎসকের কথায়, ঘন ঘন বাড়িতে রুম ফ্রেশনার ব্যবহার করলে অথবা পোকামাকড় তাড়ানোর স্প্রে দিলে, তার থেকে যে সব রাসায়নিক বার হয় তা বাতাসে মিশে যায়। এইসব রাসায়নিক পোষ্যদের জন্য খুবই ক্ষতিকর। তাই সে ক্ষেত্রে বাড়িতে এয়ার পিউরিফায়ার বসাতেই পারেন। মূলত ঘরের বাতাস দূষণমুক্ত করতেই যন্ত্রটির প্রয়োজন হয়।

Advertisement

বাড়িতে পোষ্য থাকলে কেমন এয়ার পিউরিফায়ার কিনবেন?

১) এয়ার পিউরিফায়ার থেকে খুব জোরে শব্দ বার হলে তা পোষ্যদের ভয় বাড়িয়ে দেবে। কাজেই এমন পিউরিফায়ার কিনতে হবে যার শব্দমাত্রা ৫০ ডেসিবেলের কম।

২) বাতাসে মিশে থাকা ক্ষুদ্র ধূলিকণা, ফুলের রেণু আটকানোর জন্য হেপা ফিল্টার থাকা জরুরি। ভাল মানের হেপা ফিল্টার রয়েছে কি না দেখে তবেই যন্ত্রটি কেনার কথা ভাবুন। তা ছাড়া দেখে নিতে হবে যন্ত্রটি থেকে ওজ়োন গ্যাস বার হচ্ছে কি না। তেমন হলে সেটি ভুলেও কিনবেন না।

৩) ঘরের মাপ অনুযায়ী এয়ার পিউরিফায়ার কিনতে হবে। বড় ঘর হলে সেই অনুযায়ী যন্ত্র কিনতে হবে। আবার ছোট ঘরে বড় মাপের যন্ত্র বসালে হিতে বিপরীত হতে পারে।

৪)এয়ার পিউরিফায়ারে যে ফিল্টার বসানো আছে সেটি পরিষ্কার করা যাবে কি না দেখে নিন। কারণ পশুর লোম, ধূলিকণা, বাতাসের রেণু জমে ফিল্টারটি বন্ধ হয়ে যেতে পারে। তখন তার থেকেই দূষিত কণা বেরিয়ে ঘরের বাতাসকে আরও দূষিত করে দেবে।

৫) এয়ার পিউরিফায়ারের ব্র্যান্ড রেটিং নেটে দেখে নেবেন। পুরো ঘর জুড়ে, অর্থাৎ ৩৬০ ডিগ্রি কাজ করে কি না, জেনে নেবেন। ধোঁয়া আর ধুলোকে কতটা ঘর থেকে বার করতে সক্ষম, সেটাও দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement