হিরের গয়না কি শুধু আপনারই পছন্দের? ছবি- ভিডিয়ো থেকে।
দোকানে গয়না কিনতে এসে হাতসাফাই করার ঘটনা নতুন নয়। কখনও পোশাকের আড়ালে, কখনও কাঁধে রাখা ব্যাগে, আবার কখনও স্রেফ হাতের কায়দায় বহুমূল্যের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু এ বারের ঘটনা একটু অন্য রকম। মানুষ নয়, দুষ্কৃতী এখানে মূষিক। ধরে রাখা সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল।
এই ধরনের হাতসাফাই রুখতে আজকাল সর্বত্রই ‘সিসিটিভি’ ক্যামেরা লাগানো থাকে। সারা দিন ধরে চলা দোকানের ভিতর এবং বাইরের কর্মকাণ্ড রেকর্ড করে রাখাই সেই যন্ত্রের কাজ। তেমনই হয়েছিল একটি গয়নার বিপণিতে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, দেওয়াল বেয়ে এসে কাচের ‘শোকেস’-এ রাখা একটি হিরে বসানো গলার হার তুলে নিচ্ছে ইঁদুরটি। গয়না হাতে তুলেই কয়েক মুহূর্ত চুপ। দেখে মনে হচ্ছে, যেন পালানোর পথ খুঁজছে সে। আর এই পুরো ঘটনাই ধরা হচ্ছে ‘ক্লোজ় সার্কিট’ ক্যামেরায়।
ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নানা জায়গা। তা দেখে নানা জনে নানা কথা বলেছেন। এক জনের বক্তব্য, “সামনেই তো প্রেম দিবস। তাই সঙ্গীর জন্য এই উপহার নিতে এসেছিল ইঁদুরটি।”