সঙ্গী কি আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত? নাকি আসলে তিনি আপনাকে নিয়ন্ত্রণ করতে চান? দুই ধরনের মানসিকতার মধ্যে অনেক মিল থাকলেও, সূক্ষ্ম পার্থক্যও আছে। কী থেকে বোঝা যাবে, আসলে মানুষটি কেমন?
এই ২ ধরনের মানুষের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি জানা থাকলেই বোঝা যায়, কে কেমন।
নিয়ন্ত্রণকামী বা ‘পজেসিভ’
- এই ধরনের মানুষ চান না, তাঁর সঙ্গীর সঙ্গে কারও খুব যোগাযোগ থাকুক। সঙ্গীকে সকলের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেন তিনি।
- সঙ্গীর প্রতিটা কাজ নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনা করেন। আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এমন ভাব নেন, যেন সঙ্গী যাতে উন্নতি করতে পারেন, তারই চেষ্টা করছেন।
- সব কিছুতে নজরদারি করেন। ফোন তো বটেই, ইন্টারনেট ব্যবহার, ইমেল, এমনকি ব্যাংকের হিসাবের খাতা পর্যন্ত। এই ধরনের মানুষ সঙ্গীকে বিশ্বাস করেন না। তাই এই সব কাজ করে যান।
নিরাপত্তা নিয়ে চিন্তিত বা ‘প্রোকেটটিভ’
- এই ধরনের মানুষ সঙ্গীর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। সঙ্গীকে একা ছাড়তে চান না। বিশেষ করে রাতের দিকে বা এমন জায়গায়, যেখানে বিপদের আশঙ্কা আছে।
- এই ধরনের মানুষ যাঁদের পছন্দ করেন না, তাঁদের থেকে সঙ্গীকে দূরে রাখতে চান। যদি মনে হয়, কেউ তাঁর সঙ্গীকে আঘাত করতে পারেন, তা হলে রুখে দাঁড়ানোর প্রবণতাও থাকে এই ধরনের মানুষের মধ্যে।
- এই মানুষের সঙ্গীরা তাঁদের উপর ভরসা রাখতে পারেন। বিপদে কখনও ছেড়ে যান না এই মানসিকতার মানুষ।