Wren & Martin

ইংরেজি ব্যাকরণ বইয়ের পুরনো ছবি ভাইরাল, ছোটবেলার ‘রেন অ্যান্ড মার্টিন’ ঘিরে কত আবেগ!

স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। একের পর এক ধাপ পেরিয়ে বড় হয়ে ওঠা। বড় বয়সে সেই ফেলে আসা সময়ে ফিরে যাওয়া শুধু একটি ছবি দেখে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:৪০
Share:

বাঙালির ইংরেজি ‘মাস্টার’। ছবি- টুইটার।

৭৫ বছর হল ব্রিটিশ শাসনকাল শেষ হয়ে গিয়েছে। কিন্তু বাঙালির মজ্জায় ইংরেজি-প্রীতি রেখে গিয়েছে। এখনও অনেকে মনে করেন, বাংলা একটু কম জানলেও বোধ হয় চলে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে সে নিয়ম একেবারেই খাটে না। তা সে যে দশকেরই মানুষ হন না কেন, বাড়িতে ইংরেজি ব্যাকরণের ‘রেন অ্যান্ড মার্টিন’ না থাকলে ঠিক চলে না।

Advertisement

যুগ বদলেছে, সন্ধ্যাবেলা হ্যারিকেন, লম্ফ ছেড়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। গঙ্গাজল, শাঁখের আওয়াজেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। নতুন ক্লাসে ওঠার আনন্দ, নতুন বইয়ের গন্ধও ‘পিডিএফ’-এর হাওয়ায় কেমন পুরনো হয়ে গিয়েছে। কিন্তু জীবনের সায়াহ্নে এসে ছেলেবেলার স্মৃতির টুকরো ফিরে পেলে এক মুহূর্তে রঙিন হয়ে ওঠে ফেলে আসা জীবনের সাদা-কালো ক্যানভাস।

সম্প্রতি শেখর আইয়ার নামে এক ব্যক্তির একটি পোস্ট ভাইরাল হয়েছে। ‘রেন অ্যান্ড মার্টিন’-এর একটি অতি পুরনো এডিশনের ছবি দিয়েছেন তিনি। সেই ছবি দেখে অনেকেই স্মৃতির ঘরে পা রেখেছেন। ছবির তলায় শেখর লিখেছেন, “এই বইটির কথা কারও মনে পড়ে?” স্মৃতির জোয়ারে ভাসতে ভাসতে ছবিটি ইতিমধ্যেই দু’লক্ষ মানুষের নজরে পড়েছে। এক টুকরো ছেলেবেলা ফিরে পেয়ে মন্তব্যের ঢল উপচে পড়ছে ছবিটির তলায়। এক ব্যক্তি লিখেছেন, “কী করে ভুলতে পারি! এই বইটি এখনও পাওয়া যায়?” আরও এক জন লিখছেন, “১৯৩৫ সাল থেকে, মানুষের সেবায়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement