সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
আর্থিক লেনদেন করার জন্য প্যান কার্ড একটি অপরিহার্য নথি। সরকারি-বেসরকারি ক্ষেত্রে হোক কিংবা ব্যাঙ্কের কোনও কাজ করার সময় আপনাকে যে সব নথি জমা দিতে হয়, তার মধ্যে প্যান কার্ড অন্যতম। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড সম্পর্কিত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে, তা হলে অবিলম্বে আপনার একটি প্যান কার্ড জমা করতে হবে। অন্যথায় আপনাকে ১,০০০ টাকা টাকা জরিমানা দিতে হতে পারে। অনেক সময় আমরা অনেকেই এক বার প্যানের জন্য আবেদন করে না পেলে ফের আবেদন করেন। সেই ক্ষেত্রে দুটি প্যান কার্ড চলে আসে আমাদের কাছে। অবিলম্বে একটি প্যান কার্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শুধু তা-ই নয়, এমনটা ধরা পড়লে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে। তাই সময় মতো অতিরিক্ত প্যান কার্ড জমা দিয়ে দেওয়া প্রয়োজন।
কী ভাবে অতিরিক্ত প্যান কার্ড জমা করবেন ভাবছেন?
১) প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে এই সংক্রান্ত একটা ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে।
৩) ফর্মটি ভরে যে কোনও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের(NSDL)অফিসে জমা দিন।
৫) ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে আরেকটি প্যান কার্ড জমা দিতে হবে।