শিশুর চুলের যত্নে কী কী ব্যবহার করলে ভাল, জেনে নিন বাবা-মায়েরা। ছবি: ফ্রিপিক।
শিশুর চুল পড়ার সমস্যা বাড়লে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ে বাবা-মায়ের। বিশেষ করে শিশুর মাথার ত্বক খুব শুষ্ক হয়ে গেলে এবং খুশকির সমস্যা দেখা দিলে, তখন কী ব্যবহার করা উচিত সে নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। বড়দের শ্যাম্পু বা হেয়ার-মাস্ক ছোটদের জন্য ব্যবহার করা যাবে না। তা হলে উপায়?
আয়ুর্বেদিক টোটকায় সমস্যায় সমাধান হতে পারে। অনেক সময়েই ছত্রাকের সংক্রমণের জন্য শিশুর মাথার ত্বক খুব শুষ্ক হয়ে যায়, চুলকানি ও র্যাশের সমস্যাও দেখা দেয়। একে বলে ‘টিনিয়া ক্যাপিটিস’। এর সংক্রমণ হলে মাথার ত্বকে প্রদাহ শুরু হয়, অনেক সময়ে পুঁজও হতে দেখা যায়। মাথার যে অংশে এই ছত্রাকের সংক্রমণ হয়, সেখানকার চুল পড়তে শুরু করে। ঠিকমতো স্নান না করলে অথবা সঠিক শ্যাম্পু ব্যবহার না করলেও এমন হতে পারে। অন্যের চিরুনি বা প্রসাধনী ব্যবহার করলেও তার থেকে সংক্রমণ ছড়াতে পারে। এমন হলে বাবা-মায়েরা কী করবেন, জেনে নিন।
ভেষজ তেলে মালিশ
১) হালকা গরম করে নেওয়া নারকেল তেল বা তিসির তেল দিয়ে ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করলে, সমস্যা দূর হতে পারে।
২) কাঠবাদামের তেল বা নারকেল তেলও শিশুর জন্য ভাল। রোজ চুলে মালিশ করলে মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় থাকবে, ত্বকের প্রদাহ কমবে। ফলে র্যাশের সমস্যাও কমে যাবে।
তবে খেয়াল রাখতে হবে, তেল মালিশের পরে হালকা ভেষজ শ্যাম্পু দিয়েই চুল ধুতে হবে।
শিকাকাই ও অ্যালো ভেরা
১) রিঠা, শিকাকাই ও আমলকি চুলের জন্য খুবই ভাল। প্রথমে পাত্রে জল নিয়ে তার মধ্যে তিনটি জিনিস ভিজিয়ে রাখুন। সারা রাত ভেজাতে পারলে ভাল হয়। পরের দিন ভেজানো রিঠা, আমলকি এবং শিকাকাইয়ের মিশ্রণ ভাল করে ফুটিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ছেঁকে নিয়ে রিঠা, আমলকি ও শিকাকাই বেটে নিয়ে তা ব্যবহার করা যেতে পারে।
২) মাথার ত্বক শুষ্ক হয়ে গেলে অ্যালো ভেরাও ব্যবহার করা যাবে। এক চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক চামচ কাঠবাদামের তেল বা নারকেল তেল মিশিয়ে শিশুর চুলে মালিশ করতে পারেন।
মধু-দইয়ের মাস্ক
১) দু’চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। স্নানের আগে এই হেয়ার মাস্ক দিয়ে শিশুর চুল মালিশ করে দিন। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করিয়ে দিতে হবে।
শিশুর মাথার ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সেলেনিয়াম সালফাইড জাতীয় শ্যাম্পু ব্যবহার করা ভাল, তবে তা চিকিৎসকের পরামর্শ মতোই করতে হবে।
এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। অনেক শিশুর ত্বক স্পর্শকাতর হয়। তাই শিশুর চুলে কিছু ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।