অস্ত্রোপচারের মাঝেই হার্ট অ্যাটাক চিকিৎসকের। ছবি: সংগৃহীত।
চোখের অস্ত্রোপচার করছিলেন। হঠাৎই অপারেশন থিয়েটারের মধ্যে হার্ট অ্যাটাক হয় চিকিৎসকের। সংজ্ঞা হারান তিনি। তবে সেখানে উপস্থিত বাকি চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচে তাঁর। ঘটনাটি ঘটেছে নয়ডার একটি বেসরকারি হাসপাতালে।
সূত্রের খবর, অসুস্থ চিকিৎসক সত্যেন্দ্র এক রোগীর চোখের অস্ত্রোপচার করছিলেন। তাঁকে সাহায্য করতে সঙ্গে ছিলেন কয়েক জন জুনিয়র চিকিৎসক। অস্ত্রোপচার করার ফাঁকেই হঠাৎ অসুস্থ বোধ করেন সত্যেন্দ্র। ঘামতে শুরু করেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও খানিক পরে অস্বস্তি বাড়তে শুরু করে। এক অজ্ঞান হয়ে যান। জুনিয়র চিকিৎসকেরা তাঁকে ধরে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করান।
ইসিজির রিপোর্ট দেখে বোঝা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। প্রাণে বাঁচলেও হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তাঁর চিকিৎসার জন্য ৩ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন।