Festival

ভিন্ন স্বাদে মিষ্টিমুখ

নতুন বছরের শুরুতে মিষ্টিমুখ তো করতেই হবে। কিন্তু তা যদি হয় একটু ছক ভাঙা! সেরকম কিছু ডেসার্টের সন্ধান দিলেন এই মুহূর্তের জনপ্রিয় ফুড ব্লগার তন্ময় বসাক (অ্যাডমিন- মাঞ্চিং মঙ্কস)।

Advertisement
রেশমী প্রামাণিক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ১৫:৪৪
Share:
০১ ০৬

নলেন গুড়ের সুঘ্রাণ জানান দেয় অবশেষে শীতবাবু হাজির হয়েছেন আমাদের মধ্যে। নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, মোয়া, পাটিসাপ্টা ইত্যাদি হল বাঙালির শীতের সিগনেচার ডিশ। সঙ্গে কেক তো রয়েছে। এছাড়াও অনেকেই বাড়িতে নিত্য নতুন মিষ্টির রেসিপি বানান। আসলে শেষ পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। যে কোন শুভ মুহূর্তে মিষ্টির উপস্থিতি কিন্তু আবশ্যিক। নতুন বছরের শুরুতে মিষ্টিমুখ তো করতেই হবে। কিন্তু তা যদি হয় একটু ছক ভাঙা! এ শহরেই আপনি আস্বাদ নিতে পারবেন সেই সমস্ত পদের। সেরকম কিছু ডেসার্টের সন্ধান দিলেন এই মুহূর্তের জনপ্রিয় ফুড ব্লগার তন্ময় বসাক (অ্যাডমিন- মাঞ্চিং মঙ্কস)। ছবি সৌজন্যে- তন্ময় বসাক।

০২ ০৬

গ্রিন টি অপেরা কেক: গ্রিন টি’য়ের উপকারিতা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু গ্রিন টি দিয়ে বানানো কেক খেয়েছেন কি আগে? আদতে এটি একটি জাপানিস ডেসার্ট। আর জাপানের গ্রিন টি’য়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওষধি উপাদান। এই সুস্বাদু ডেসার্টটি খেতে চাইলে আপনার গন্তব্য হোক কলকাতা বিমানবন্দরের সন্নিকটে, হোটেল হলিডে ইন্‌ন।

Advertisement
০৩ ০৬

লি সাকসেস: নাম দেখেই বোঝা যায় আদতে এটি ফরাসি শব্দ। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘সাফল্য’। চকোলেট মুজ তো সকলেই খাই। কিন্তু আসল চকোলেটের স্বাদ পেতে আপনাকে আসতে হবে প্যারিস কাফে তে। এই কাফে বিখ্যাত তার ডেসার্টের জন্যে। দুধ, ক্রিম, চকোলেট, আর নানা শুকনো বাদামে ঠাসা এই পেস্ট্রি। মুখে দিলেই মিলিয়ে যাবে।

০৪ ০৬

স্মোকড আপেল পাই: আপেল এবং দারচিনি দিয়ে তৈরি হয় এই ডেসার্ট। ভেতরটা বেশ নরম, কিন্তু বাইরে দারচিনির শক্ত আবরণ থাকে। পাওয়া যাবে পার্ক স্ট্রিটের সম্পূর্ণ ভেজ রেস্তোরাঁ হাকুনা মাতাতা’তে। এছাড়াও এখানে পাওয়া যাবে নিরামিষের লোভনীয় সব খাবার।

০৫ ০৬

চাঙ্কি ক্যারামেল স্পঞ্জ কেক: আমেরিকান স্টাইলে নিজেদের মত করে এই চাঙ্কি ক্যারামেল স্পঞ্জ কেক বানান মামাগতো’র কর্তৃপক্ষ। গরম থাকা অবস্থায় এটি পরিবেশন করা হয়। সঙ্গে থাকে টফি সস এবং ভ্যানিলা আইসক্রিম। দেখতে তো লোভনীয়। স্বাদেও ঠিক তাই।

০৬ ০৬

গন্ধরাজ অ্যান্ড গ্রিন চিলি মুজ: চকোলেট মুজ তো পরিচিত। কিন্তু লঙ্কা দিয়ে ডেসার্ট? এই অসম্ভবকে সম্ভব করেছে আফরা। এমনিতেই গন্ধরাজ এবং গ্রিন চিলি রিফ্রেশিং কম্বিনেশন। এর সঙ্গে যুক্ত হচ্ছে ক্যারামেল, বাদাম, এবং সুইটেন্ড এগ জেলি। সব মিলিয়ে লা জবাব। চেখে দেখুন অবশ্যই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement