Vegan

Vegan Marriage: পাত্রী ভিগান জেনেও বিয়ের মেনু থেকে সব নিরামিষ পদ বাদ শাশুড়ির, তার পর...

দীর্ঘ দিন ধরেই কনে ও তাঁর পরিবারের সদস্যরা কেবল উদ্ভিজ খাবার খান, এ কথা জানার পরেও বিয়ের মেনু থেকে সব নিরমিষ খাবার বাতিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৯:৪৪
Share:

শেষ দেখে ছাড়ব, হুঁশিয়ারি কনের। ছবি: সংগৃহীত

পাত্রী ও তাঁর বাড়ির অধিকাংশ লোকই ভিগান। এ কথা জানার পরেও বিয়ের মেনু থেকে যাবতীয় ভিগান খাবার বাতিল করে দিলেন পাত্র ও পাত্রের মা। গোটা বিষয়টি নেটমাধ্যম রেডিটে নিজেই জানালেন পাত্রী।

Advertisement

ভিগানরা শুধু নিরামিষাশীই নন, যে কোনও প্রাণীজ খাবারই এড়িয়ে চলেন তাঁরা। দীর্ঘ দিন ধরেই তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কেবল উদ্ভিজ খাবার খান বলেই নেটমাধ্যমে জানিয়েছেন তরুণী। কিন্তু নিজে ভিগান হলেও হবু স্বামী বা তাঁর পরিবারের সকলেই আমিষ খেতে পছন্দ করেন। তাই তিনি ঠিক করেন, বিয়েতে আমিষ ও ভিগান দু’ধরনের খাবারই থাকবে। কিন্তু হঠাৎই তিনি জানতে পারেন, তাঁকে না জানিয়েই বিয়ের মেনু থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সব ভিগান পদ।

বিষয়টি জানতে পেরে পাত্রের কাছে জবাব চান তরুণী। হবু স্বামী তাঁকে সরাসরি জানান, তিনি বা তাঁর মা এই জাতীয় উদ্ভিজ্জ পদগুলিকে খাবারই মনে করেন না। তাই মায়ের নির্দেশেই এমন কাজ করেছেন তিনি। এমনকি, ওই তরুণী ও তাঁর বাড়ির লোক ভিগান বলে তাঁর পরিবারের পক্ষে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে বলেও মন্তব্য করেন যুবক। বিয়ের সব খরচই দিচ্ছে ওই তরুণীর পরিবার, রয়েছে পাত্রপক্ষের পছন্দের সব আমিষ পদও। তার পরেও এ হেন ব্যবহারে কিংকর্তব্যবিমূঢ় তরুণীর পরিবার। তিনি নিজেও এর শেষ দেখতে চান বলেই জানিয়েছেন ওই তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement