clothes for children

বাবার পুরনো শার্ট দিয়েই মেয়েকে সুন্দর জামা বানিয়ে দেন এই মা

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। স্টেফানি মিলারের রিফ্যাশনিং এই কথাটির সার্থকতাই জানান দেয়। স্বামীর পুরনো শার্ট দিয়ে দুই মেয়ের জন্য ড্রেস তৈরি করাই স্টেফানির প্যাশন। নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে সেই সব ছবি পোস্ট করেছেন স্টেফানি। তাঁর প্রোফাইল থেকে রইল নমুনা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ১৫:৪৫
Share:
০১ ০৮

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। স্টেফানি মিলারের রিফ্যাশনিং এই কথাটির সার্থকতাই জানান দেয়। স্বামীর পুরনো শার্ট দিয়ে দুই মেয়ের জন্য ড্রেস তৈরি করাই স্টেফানির প্যাশন। নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে সেই সব ছবি পোস্ট করেছেন স্টেফানি। তাঁর প্রোফাইল থেকে রইল নমুনা।

০২ ০৮

শার্ট দিয়ে নিজের মেয়েদের জন্য ড্রেস বানানোই এখন স্টেফানির প্যাশন।

Advertisement
০৩ ০৮

ম্যাড়ম্যাড়ে দেখতে এই শার্ট দিয়ে বাচ্চাদের পোশাক বানানো যায় ভাবতে পারতেন? স্টেফানি তা দিয়েও বানিয়ে ফেলেছেন সুন্দর রম্পার্স।

০৪ ০৮

মেয়ের বায়না ছিল বাবার এই শার্টটা দিয়ে জামা বানিয়ে দিতে হবে। আবদার মেনে মা বানিয়ে দিলেন সুন্দর রম্পার্স।

০৫ ০৮

ক্রিসমাসে স্বামীর জন্য এই চেক শার্টটি কিনেছিলেন স্টেফানি। কিন্তু প্রথম বার কাচাতেই ছোট হয়ে যায়। দুঃখ না করে মেয়ের জন্য সুন্দর ফ্রক বানিয়ে ফেলেন স্টেফানি।

০৬ ০৮

পিঙ্ক মানেই বাচ্চাদের প্রিয় রং। সকালে মেয়েকে ঘুম থেকে তুলে এই ড্রেস দিয়ে সারপ্রাইজ দিয়েছিলেন মা।

০৭ ০৮

সাদা শার্ট তো সকলের বাড়িতেই থাকে। স্টেফানির থেকে আইডিয়া নিয়ে আপনিও ছোট্ট মেয়ের জন্য বানাতে পারেন সুন্দর কোনও ফ্রক।

০৮ ০৮

সাদার উপর গোলাপি স্ট্রাইপ দেওয়া এই শার্ট থেকে স্টেফানি মেয়েকে বানিয়ে দিয়েছেন সুন্দর এই ড্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement