লেসলি সিনক্লেয়ার।
গত ৫০ বছর ধরে নিয়মিত রক্ত দিয়ে আসছেন তিনি। কিন্তু এ বার আর হল না। বাধ সাধল একটি প্রশ্ন।
রক্তদান করার জন্য তাঁকে একটি ফর্ম ভরতে বলা হয়। সেখানেই জানতে চাওয়া হয়, গত ছ’মাসের মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন কি না। মধ্য ষাটের এক পুরুষের ক্ষেত্রে এই প্রশ্ন প্রাসঙ্গিক নয়, সেই ভাবনা থেকে তার উত্তর দিতে রাজি হননি ইংল্যান্ডের বাসিন্দা লেসলি সিনক্লেয়ার। ফর্মে খালি রেখে দেন সেই প্রশ্নের উত্তরের জায়গাটি। কিন্তু ৫০ বছরের অভ্যাসে বাধা পড়ে তাতেই।
লেসলি জানান, হাসপাতালকর্মীদের তিনি সোজা বলে দেন যে, এই প্রশ্ন তাঁর ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। তাই তার উত্তরও দেবেন না। আর তখনই বেঁকে বসেন কর্মীরা। কারণ, তাঁদের কাছে কড়া নির্দেশ, সেই ফর্মের সব প্রশ্নের জবাব না পেলে কারও রক্ত নেওয়া যাবে না।
এই ঘটনায় লেসলি খুবই ক্ষুব্ধ। কারণ, তাঁর কাছে এই প্রশ্নটি ভিত্তিহীন। অথচ, এত বছরের অভ্যাসে এ ভাবে বাধা পড়ল, তা-ও মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের এই বৃদ্ধ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।