গত কয়েক মাস ধরে সকলের জীবনই বেশ খানিকটা বদলে গিয়েছে। অতিমারির জেরে খাওয়াদাওয়া, কাজের ধরন... সবই হয়ে উঠেছে প্রয়োজন-সাপেক্ষ। যেটুকু দরকার, তার মধ্যেই মানুষ নিজেকে বাঁধার চেষ্টা করছে। আর এ সবের মধ্যে অনেকটাই ব্যাকসিটে চলে গিয়েছে মেকআপ। এখন অনেকেই ওয়র্ক ফ্রম হোমে অভ্যস্ত। অফিস যাওয়া, ঘুরতে বেরোনো, কাফেতে বন্ধুদের সঙ্গে আড্ডা... প্রায় সব কিছুতেই যতিচিহ্ন। বাইরে বেরোলেও মুখে মাস্ক, ফলে অনেকেই সাজগোজ আপাতত তুলে রেখেছেন। কিন্তু কয়েক মাস আগে কেনা মাসকারাটি বা সাধের দামি লিপস্টিকটি নিয়ে কী করবেন বুঝতে পারছেন না। এক্সপায়ারি ডেট পেরোলে মেকআপ প্রডাক্টও নষ্ট।
• মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার বলছেন, ‘‘এই সময়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন লিপস্টিক না লাগালেও আই মেকআপ করা যেতে পারে হালকা করে। আর আমার তো মনে হয়, ওয়র্ক ফ্রম হোম করলেও একটু সেজে প্রস্তুত হয়ে বসলে পজ়িটিভ ভাইবস পাওয়া যায়। সেজেগুজে নিজেকে আয়নার সামনে দেখলে মন ভাল হয়, কাজটাও ভাল হয়। অফিসের সময়ে ভাল পোশাক পরে, চুলটা সুন্দর করে বেঁধে, লিপস্টিক, কাজল লাগিয়ে কাজে বসাই যায়। কাজের এই প্রস্তুতিটাও খুব জরুরি। এতে হতাশাও কেটে যায় অনেকটা।’’
• লিপস্টিক বা মেকআপ ভাল রাখতে শেল্ফ লাইফের উপরেই ভরসা রাখতে হবে। ডেট পেরিয়ে গেলে কিছু করার নেই। ওয়েবিনার বা অনলাইন হওয়ার আগে সেজে বসলে সাজার জিনিসের ব্যবহার হয়েই যাবে।
• আশাবাদী শোনাল মেকআপ আর্টিস্ট অভিজিৎ চন্দকে, ‘‘এটা টেম্পোরারি। এ সময় কেটে যাবে। আর সাজগোজ কিন্তু লাক্সারি। সুতরাং এই নেসেসিটির সময়ে সেটা একটু পিছিয়ে গিয়েছে, সন্দেহ নেই। কিন্তু ছোট আকারে যে সব অনুষ্ঠান হচ্ছে, সেখানে ডিজ়াইনারকে দিয়ে যেমন মাস্ক তৈরি করে পরছেন অনেকে, তেমনই মেকআপও করছেন। মাস্ক পরার জন্য লিপস্টিক ব্যবহার বন্ধ করার তো দরকার নেই। ম্যাট লিপস্টিক পরা যেতে পারে। তা ঘেঁটে বা মাস্কে লেগে যাওয়ার ভয় নেই। অনেক দিন ভালও থাকে। ভাল করে স্যানিটাইজ় করে মেকআপ ব্যবহার করলে তো ভয় পাওয়ার কারণ নেই। এমনিতেও ব্যবহারের পরে মেকআপ কিট স্যানিটাইজ় করা উচিত।’’
• মেকআপ স্পঞ্জ, প্যালেট, ব্রাশ স্যানিটাইজ় করার জন্য শ্যাম্পু বা সাবান দিয়ে ধুয়ে নিন। অ্যালকোহল ওয়াশ বা স্টেরিলাইজ়ারও ব্যবহার করা যায়। লিকুইড লিপস্টিক প্যালেটের উপরে কয়েক ফোঁটা নিয়ে ব্যবহার করলে তার মাধ্যমে সংক্রমণের ভয় থাকে না। এখন আই মেকআপ বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিপরীত দিকের মানুষের কাছে সেটাই পরিচয়। চোখের সাজে অনেক এক্সপেরিমেন্ট করা যায়। অভিজিতের মতে, অতিমারি পরবর্তী সময়ে হয়তো আই, লিপ সব মিলিয়ে মেকআপ আরও বেশি জায়গা করে নেবে।
• সাধারণ মেকআপের চেয়ে পর্দায় প্রস্থেটিক মেকআপ করা এখন বেশি সমস্যার। যেহেতু তাতে দীর্ঘক্ষণ ধরে মেকআপ প্রয়োগ করতে হয়। এ ব্যাপারে মেকআপ আর্টিস্ট সন্দীপ নিয়োগী বললেন, ‘‘প্রস্থেটিক মেকআপ কিট অনেকটাই পাউডারবেসড, তাই নষ্ট কম হয়। কিন্তু এখন প্রস্থেটিক করা সমস্যা। সব কিছু স্বাভাবিক হওয়া অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সাধারণ সাজের ক্ষেত্রে আই মেকআপ আর চুলের স্টাইলেই বেশি ভরসা করতে হবে। এখন অনেকেই চুল খুলে বেরোচ্ছেন না। তাই নানারকম হেয়ারডু করা যায়। এতে চুলটা বাঁধাও থাকবে, দেখতেও সুন্দর লাগবে।’’
সাজতে ভালবাসলে এমনিই সাজা যায়। তার জন্য উপলক্ষের দরকার কী, বরং সাজই হোক নতুন উপলক্ষ।
মডেল: ডিম্পল আচার্য
মেকআপ: উজ্জ্বল দত্ত
ছবি: অমিত দাস