শিশু মৃত্যুর খোঁজ নিতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা

রায়গঞ্জ জেলা হাসপাতালের শিশুবিভাগ ও প্রসূতি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দফতরের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকালে দলটি ওই দুই ওয়ার্ড পরিদর্শন করেন। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। চিকিত্সা পরিকাঠামোর নানা বিষয় নিয়ে খোঁজখবর নেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:০২
Share:

রায়গঞ্জ জেলা হাসপাতালের শিশুবিভাগ ও প্রসূতি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দফতরের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকালে দলটি ওই দুই ওয়ার্ড পরিদর্শন করেন। চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। চিকিত্সা পরিকাঠামোর নানা বিষয় নিয়ে খোঁজখবর নেন। হাসপাতালের চিকিত্সকদের একাংশের দাবি, গত ৭ এপ্রিল হাসপাতালের শিশুবিভাগ ও প্রসূতি বিভাগে ৬ জন শিশুর মৃত্যু হয়। মৃতদের পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনও অভিযোগ করা না হলেও জেলা স্বাস্থ্য দফতরের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দফতর শিশুমৃত্যুর ঘটনাটি জানতে পারেন। এর পরেই এ দিন ওই দুই ওয়ার্ডের চিকিত্সা পরিকাঠামো ও শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দফতর দুই সদস্যের ওই প্রতিনিধি দলকে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন মজুমদারের দাবি, শিশু বিভাগ ও প্রসূতি বিভাগের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। সেইসঙ্গে তাঁরা শিশু মৃত্যুর বিষয়েও খোঁজখবর নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement