এ বার সমকামী যুগলের কারও মৃত্যু হলে, তাঁর ব্যাঙ্কে সঞ্চিত অর্থ পাবেন তাঁর সঙ্গী। ছবি: পিটিআই।
ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে আর কোনও বাধা রইল না এলজিবিটিকিউ সম্প্রদায়দের। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এ বার সমকামী যুগল ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া কোনও সমকামী ব্যক্তি চাইলে, তাঁর সঙ্গীকে তাঁর অ্যাকাউন্টের নমিনিও করতে পারবেন। অর্থাৎ, সমকামী যুগলের কারও মৃত্যু হলে, তাঁর ব্যাঙ্কে সঞ্চিত অর্থ পাবেন তাঁর সঙ্গী। এই ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না সমকামী যুগলদের।
২০২৩ সালে ১৭ অক্টোবর এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অধিকার চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামে সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি। সর্বোচ্চ আদালত বলেছিল, এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন। সমকামী যুগলদের একটি পরিবার হিসাবে দেখতে বলেছিল আদালত। আর্থিক সুবিধা এবং কর্মসংস্থান সম্পর্কিত আইনি অধিকারের ক্ষেত্রেও এই মনোভাব গ্রহণের সুপারিশ করেছিল আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ের পর, এ বছর এপ্রিল মাসে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে সমকামী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাগুলি এবং তার সমাধান খোঁজার জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। তার পরেই রিজ়ার্ভ ব্যাঙ্কের এই ঘোষণা।