দাড়ি দেখে অনেকে ভয় পান। এটাও এক ধরনের ফোবিয়া। একে বলে পোগোনোফোবিয়া।
দাড়ি প্রধানত বাড়ে সকালবেলাতেই। রাতের তুলনায় সকালে এর বৃদ্ধির হার বেশি।
ডাস্ট অ্যালার্জি থাকলে দাড়ি রাখা ভাল। ঘন দাড়ি বাতাসে ভাসমান ধুলোবালি আটকে দেয়।
যদি কেউ কখনও দাড়ি না কামান তাহলে সর্বাধিক ২৭.৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তাঁর দাড়ি।
যাঁরা রোজ দাড়ি শেভ করেন তাঁরা প্রায় ৩,৩৫০ ঘণ্টা সময় দাড়ি কামানোর পিছনে ব্যয় করেন।
বর্তমানে ফ্যাশন ইন হলে কী হবে এক সময় আলেক্সান্ডার কিন্তু তাঁর পদাতিক বাহিনীতে নিষিদ্ধ করে দিয়েছিলেন দাড়ি রাখা।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানাচ্ছে, <br> দাড়ি ৯৫ শতাংশ অতি বেগুনি রশ্মি আটকাতে পারে।
একটা সময় রাশিয়ায় কেউ দাড়ি রাখলে তাঁকে বছরে ১০০ রুবেল করে কর দিতে হত!
১১ বছরের মেয়ের কথাতেই নাকি দাড়ি রাখতে শুরু করেছিলেন আব্রাহাম লিঙ্কন।
এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ড রয়েছে নরওয়ের হ্যান্স লংসেথ নামে এক ব্যক্তির।<br> মৃত্যুর সময় তাঁর দাড়ি ছিল ৫.৩৩ মিটার লম্বা।