tejashwini

নির্জন রাস্তায় একা চলাফেরার ভয়? কী করতে হবে এখন আমি জানি

তেজস্বিনী কবে হবে অপেক্ষা করছিলাম। অবশেষে মিলল সুযোগ।

মার্শাল আর্ট ও সেলফ ডিফেন্সের বিভিন্ন কসরত হাতেকলমে শোখানোর এই কর্মশালায় প্রতি বারই ভিড় করেন কয়েকশো মেয়ে।

মনীষা মুখোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১৫:০০
Share:
Advertisement

মেয়েদের আত্মরক্ষার বিষয়ে তাঁদের স্বয়ংসম্পূর্ণ করে তুলতে এগিয়ে এসেছে কলকাতা পুলিশ। এই বিষয়ে জোর দিতেই ‘তেজস্বিনী’ প্রকল্প শুরু করে তারা। মার্শাল আর্ট ও সেলফ ডিফেন্সের বিভিন্ন কসরত হাতেকলমে শোখানোর এই কর্মশালায় প্রতি বারই ভিড় করেন কয়েকশো মেয়ে।

শ্লীলতাহানি ও যৌনহেনস্তা রুখতে মেয়েদের নিপারত্তার খাতিরে ২০১২-’১৩ সাল থেকেই নানা থানার উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজে মেয়েদের আত্মরক্ষার পাঠ হাতেকলমে শেখানোর এই উদ্যোগ নিয়েছিল বিভিন্ন থানা। এখন আরও বড় আকারে হয়। কলকাতা পুলিশের উদ্যোগে তিন মাস অন্তর বসে এই শিক্ষার আসর। তাও একেবারে বিনা খরচে। শুধু কলকাতা পুলিশের ফেসবুক পেজে নজর রাখতে হয়। ঘোষণা হলেই নাম লেখাতে হয় সেখানে দেওয়া নির্দেশ মেনে। কাজ এটুকুই। পরের তেজস্বিনী কবে হবে অপেক্ষা করছিলাম। অবশেষে মিলল সুযোগ।

Advertisement

গত ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্য়ন্ত পুলিশ অ্যাথলেটিক ক্লাবে চলেছিল এই প্রশিক্ষণ। হাজির ছিলাম সেখানে। পুলিশ অ্যাথলেটিক ক্লাবে পাঁচ দিনে কী কী শেখালেন প্রশিক্ষকরা?

সম্পূর্ণ খবরটি পড়তে এখানে ক্লিক করুন: ওড়না ধরে টান? কী করতে হবে এখন আমি জানি

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement