আইন নিজের হাতে তোলা উচিত নয়, এমন কথা তো আমরা হামেশাই শুনে থাকি। কিন্তু হাতে না রেখে আইনকে মাথার মধ্যে রাখলে তো দোষ নেই। কারণ আপনার প্রত্যেক দিনের পথচলার মধ্যেই লুকিয়ে রয়েছে আইনের নানান নিয়ম-কানুন। অনেক সময় সঠিক ভাবে আইন না জানার কারণে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি আমরা। আবার অনেক সময় আইন না জেনেই অকারণে ভয় পাই। অথচ দৈনন্দিন জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় কিছু আইন জেনে রাখলে হয়তো সুবিধা হতে পারে আপনার।