আপেল, কলা, তরমুজ, আম, পেয়ারা এগুলোতে রোজই খাই। বাড়ি থেকে দু’পা হাঁটলেই বাজার সাজিয়ে বসেন ফল বিক্রেতারা। যে ফলগুলো প্রতি দিনের জীবনের অঙ্গ সেগুলো বেশির ভাগই বিদেশি। ভাবতে পারছেন? এর মধ্যে অধিকাংশ ফলেরই চাষ শুরু হয় ভারতের বাইরে। পরে তা পা রেখেছে ভারতের মাটিতে। দেখে নিন কোন ফলের জন্মস্থান কোথায়।
আরও পড়ুন: আলু-টোম্যাটো-গাজর বিদেশি সব্জি!