Tea

Healthy Living Tips: দিনের শুরুতে বিস্কুট ছাড়া চা? বিপদ ডেকে আনছেন না তো

সকালে চা পানের আগে অল্প কিছু না খেলে শরীরের ক্ষতি হয়। কী কী ধরনের ক্ষতি হতে পারে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৪
Share:

খালি পেটে চা কি বিপদ ডেকে আনছে? ছবি: সংগৃহীত

অনেকেই সকালবেলা খালি পেটে চা খান। কিন্তু এর ফলে শরীরের ক্ষতি হতে পারে। এমনই বলছেন চিকিৎসকরা।

হালে লন্ডনের কয়েক জন গবেষক খালি পেটে চা খাওয়ার ফলে শরীরে কী হতে পারে, তা নিয়ে গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে, সকালে চা পানের আগে অল্প কিছু না খেলে শরীরের ক্ষতি হয়। কী কী ধরনের ক্ষতি হতে পারে?

Advertisement

চায়ে ক্যাফিন নামক যৌগ রয়েছে। এটি খালি পেটে হাজির হলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে। তাতে গ্যাস হয়। এমনকি দীর্ঘ দিন চলতে থাকলে বেড়ে যায় গ্যাসট্রিকের সমস্যাও।

তবে শুধু এটিই নয়, খালি পেটে চা পানের ফলে এর চেয়ে বড় ক্ষতিও হতে পারে। চায়ে থিয়োফিলিন নামে আর এক যৌগ থাকে। এটি শরীরে জলের পরিমাণ কমিয়ে দেয়। ঘুমের সময়ে শরীরে জলের পরিমাণ এমনিই কমে যায়। তার মধ্যে খালি পেটে চা খেলে জলের পরিমাণ আরও কমে গিয়ে বৃক্কে চাপ পড়তে পারে। কিন্তু অল্প খাবার বা বিস্কুট জাতীয় কিছু খেয়ে চা খেলে থিয়োফিলিন কিছুটা অকেজো হয়ে পড়ে। তাতে শরীরে জলের পরিমাণ কমে না।

Advertisement

তাই সকালে ঘুম থেকে ওঠার পর চা খাওয়ার আগে বিস্কুট জাতীয় হাল্কা খাবার এবং ৫০০ মিলিলিটার জল খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement