অডিতে চেপে বাজারে সব্জি বিক্রেতা। ছবি: সংগৃহীত।
অডি বা বেনজ়-এর মতো বিলাসবহুল গাড়ি কেনার সাধ অনেকেরই থাকে। কর্পোরেট অফিসে চাকরি করে সেই স্বপ্ন পূরণ করতে বছরের পর বছর সময় লেগে যায়। আপনারও কি সেই রকমই ইচ্ছে? অথচ সংসার খরচ সামলে গাড়ি কেনার চিন্তা মাথায় আনতে পারছেন না? কেরলের এক কৃষকের কাহিনি কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে। সম্প্রতি সমাজমাধ্যমে কেরলের এক তরুণ কৃষক সুজিতকে নিয়ে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমে এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজারে টাটকা সব্জি বিক্রি করার জন্য তিনি এসেছেন অডি এ৪ লাক্সারি সেডান গাড়িতে চেপে।
ইনস্টাগ্রামের ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন অনেকেই। ভিডিয়োয় নিজের ক্ষেত থেকে টাটকা লাল শাক তুলে গাড়ি চালিয়ে বাজারে এসেছেন সুজিত। তার পর গাড়িতেই ধুতি, জুতো সব খুলে রেখে বাজারের মধ্যে প্লাস্টিক পেতে সেই লালশাকগুলিই বিক্রি করছেন তিনি। ভিডিয়োয় দেখা গেল, দিনের শেষে সব বেচাকেনা শেষ করে আবার অডিতে চড়েই বাড়ি ফিরে গেলেন তিনি।
এই ভিডিয়ো ইতিমধ্যেই ৮৮ লক্ষ মানুষ পছন্দ করেছেন। সব্জি বিক্রি করে অডির মতো গাড়িও যে কিনে ফেলা যায়, তা দেখে চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার সুজিতকে তাঁর কঠোর পরিশ্রমের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।