Snacks

Health Tips: ঘুমের আগে বিস্কুট-চকোলেট খান? শরীরের ক্ষতি হচ্ছে না তো

অনেকে বলে থাকেন, ক্যালোরি হল ক্যালোরি। তা দিনের যে কোনও সময়ে, যে কোনও ভাবে খেলে একই প্রভাব ফেলবে শরীরের উপরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ২১:৪৩
Share:

প্রতীকী ছবি।

দিনের ঠিক কোন সময়ে খাওয়া ভাল? কোন সময়ের পর আর ভারী খাবার না খেলেই সুস্থ থাকবে শরীর? এ সংক্রান্ত আলোচনা বহু দিন ধরেই চলে আসছে। অনেকেই বলে থাকেন ঘুমোতে যাওয়ার ঠিক আগে রাতের খাবার খাওয়া উচিত নয়। তাতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

কিন্তু সে তো গেল নৈশভোজের কথা। টুকটাক বিস্কুট, চকোলেট খেলেও কি তেমন হয়? তা নিয়ে কি নির্দিষ্ট কোনও নিয়ম আছে? অনেকে বলে থাকেন, ক্যালোরি হল ক্যালোরি। তা দিনের যে কোনও সময়ে, যে কোনও ভাবে খেলে একই প্রভাব ফেলবে শরীরের উপরে। ফলে রাতে ঘুমের আগে যা খাবেন, তা-ই শরীরে মেদ জমার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার থেকে বাড়তে পারে ওজন।

প্রতীকী ছবি।

অর্থাৎ, ঘুমোতে যাওয়ার ঠিক আগে ভাত-ডাল-মাছ খাওয়া হোক বা বিস্কুট-চানাচুর, ক্যালোরি ঢুকবেই শরীরে। তার থেকে বাড়বে ওজন। চাপ পড়বে হার্টের উপরে। ফলে হাল্কা খাবারও ঘুমের ঠিক আগে শরীরের জন্য তেমন কাজের নয় বলে মনে করেন বিজ্ঞানীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement