করবা কথার অর্থ মাটির ছোট পাত্র। আর হিন্দিতে চৌথের অর্থ চার। কার্তিক মাসে কৃষ্ণ পক্ষ শুরু হওয়ার চতুর্থ দিনে এই অনুষ্ঠান পালন করা হয় বলে এমন নাম। বুধবার সারা দেশ জুড়ে পালিত হয়েছে এই অনুষ্ঠান। বিবাহিত নারী-পুরুষদের কাছে এই পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এ দিন সূর্যোদয়ের পর থেকে নির্জলা উপবাসে সারা দিন কাটান বিবাহিত দম্পতিরা। সন্ধেবেলা চাঁদ উঠলে পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করেন। কিন্তু কেন এই পুজো? কেমন ভাবে পালন করা হয় করবা চৌথের অনুষ্ঠান? জেনে নিন সঙ্গের গ্যালারি থেকে।
আরও পড়ুন: ৬ বছরেই ইউটিউবে ঝড় তুলে লক্ষাধিক টাকা রোজগার করে এই ভারতীয় খুদে!