Mobile Addiction

মোবাইল দেখতে বাধা, বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুত্র-কন্যার! মামলা উঠল আদালতে

সম্প্রতি টিভি এবং মোবাইল দেখা নিয়ে কড়া শাসন করায় মধ্যপ্রদেশে মা-বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান। মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, তাতে তাঁদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৯:৩৫
Share:

টিভি দেখা নিয়ে বিড়ম্বনা! —প্রতীকী ছবি।

অনেক শিশু খাওয়া নিয়ে নানা সমস্যা করে। মোবাইল কিংবা টিভি ছাড়া এক গ্রাস ভাতও মুখে তুলতে চায় না। ফলে থালার খাবার শেষ করতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। অনেক মা-বাবা শিশুর সামনে মোবাইল চালিয়ে নিজেদের টুকিটাকি কাজ সেরে ফেলেন। আর এ ভাবেই মোবাইল কিংবা টিভির নেশায় বুঁদ হয়ে পড়ে ছোটরা। এই নিয়ে সংসারে চলে অশান্তি। সম্প্রতি টিভি এবং মোবাইল দেখা নিয়ে কড়া শাসন করায় মধ্যপ্রদেশে মা-বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান।

Advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের চন্দননগর থানায় প্রথমে অভিযোগ দায়ের হয় এই নিয়ে। এই মুহূর্তে আদালতে উঠেছে সেই মামলা। টিভি এবং মোবাইল দেখা নিয়ে সারা ক্ষণ মা-বাবা বকাঝকা করেন, কড়া শাসনে রাখেন বলে অভিযোগ করেছেন ২১ বছর বয়সি এক তরুণী এবং তাঁর আট বছর বয়সি ভাই। মা-বাবার বিরুদ্ধে তাই দু’জনে মিলেই মামলা দায়ের করেছে।

মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, তাতে তাঁদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চালানও জমা পড়ে জেলা আদালতে। পরে হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ জানান অভিযুক্ত দম্পতি। সেই নিয়ে ইতিমধ্যেই একদফা শুনানিও হয়েছে আদালতে। আপাতত হাইকোর্ট জেলা আদালতের ট্রায়ালের উপর স্থগিতাদেশ দিয়েছে।

Advertisement

মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ধর্মেন্দ্র চৌধরি জানিয়েছেন, হাইকোর্টে পিটিশন জমা পড়েছে। টিভি এবং মোবাইল দেখার জন্য শুধু তাঁদের বকাঝকাই নয়, মা-বাবা মারধরও করেন বলে অভিযোগ করা হয়। সেই নিরিখে নাবালক বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement