স্কাউট ববার ২০১৮-র মডেল।
নতুন চেহারা নিয়ে ফের আন্তর্জাতিক বাইক বাজারে হাজির হল স্কাউট ববার। নতুন মডেলটির নাম স্কাউট ববার ২০১৮।
মার্কিন সংস্থা ইন্ডিয়ান স্কাউট ১৯২০ সাল থেকে স্কাউটের বিভিন্ন মডেল তৈরি করে আসছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ২০১৮-র মডেলটি বাজারে আসার পরই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। রীতিমতো টেক্কা দিচ্ছে আমেরিকার খ্যাতমানা অন্য বাইক প্রস্তুতকারক সংস্থাগুলিকে। যে ধাঁচে বাইকটিকে তৈরি করা হয়েছে, তা দেখে মুগ্ধ বাইকপ্রেমীরাও। নতুন মডেলের এই বাইকটি তৈরি করে স্কাউট তার অতি-সমালোচকদেরও মুখ বন্ধ করে দিয়েছে।
নতুন মডেলের স্কাউট নিয়ে এত হইচই হচ্ছে কেন? তার কারণটা অবশ্যই এর ফিচার, লুক এবং স্টাইলের জন্য। আর অবশ্যই বলার অপেক্ষা রাখে না, বাইকের ঐতিহ্য।
আরও পড়ুন: স্কুলবাস সাধারণত হলুদ রঙের হয় কেন জানেন?
আরও হাঙ্কি লুক, আরও স্টাইলিশ চেহারায় ববার।
আরও বেশি হাঙ্কি লুক দেওয়া হয়েছে ববার-কে। হেডলাইট এবং রিয়ার গ্লাসের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে ফুয়েল ট্যাঙ্কের উপর ‘ইন্ডিয়ান’ লেখাটায় আরও বেশি বোল্ড লুক দেওয়া হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা আগেও যেমন ১,১৩৩ সিসি ছিল, নতুন ববারের ক্ষেত্রেও সেটা বজায় রাখা হয়েছে। বাইকের উচ্চতাও একটু কমানো হয়েছে। রয়েছে ট্র্যাকার-স্টাইল হ্যান্ডলবার। প্রায় ২৫০ কেজি ওজনের এই বাইকটির দাম ভারতের বাজারে প্রায় ১৪ লক্ষ টাকা হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। পাঁচটি রঙের ববার আনছে স্কাউট। সেগুলো হল— রেড, থান্ডার ব্ল্যাক, থান্ডার ব্ল্যাক স্মোক, স্টার সিলভার স্মোক এবং ব্রোঞ্জ স্মোক।
আরও পড়ুন: আত্মবিশ্বাস বাড়াতে চান? আজ থেকেই গুডবাই বলুন এই কথাগুলোকে