অভিনেত্রীদের সামনে তুমি তো বাচ্চা, কেন এ কথা শুনতে হত ইমরানকে? ছবি: সংগৃহীত।
সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তবে আর পাঁচজন তারকার বাড়ির সদস্যদের মতো হিন্দি ছবির দুনিয়ায় রাজত্ব করা হয়নি অভিনেতা ইমরান খানের। উল্টে তিনি বলিউড থেকে বেশ কিছু বছর আগেই বিদায় নিয়েছেন। আপাতত তাঁর পরিচয় শুধুই এক জন সমাজকর্মী। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের ‘বডি শেমিং’ এবং তা ঘিরে অবসাদ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে ইমরান বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন যে, অতিরিক্ত রোগা হওয়ার কারণে তাঁকে ইন্ডাস্ট্রিতে অনেক বার কটু কথা শুনতে হয়েছিল। অভিনেতা লেখেন, ‘‘ছোট থেকেই আমি ভীষণ রোগা ছিলাম। যা-ই খেতাম, হজম করে ফেলতাম। ১৮ বছরের কাছাকাছি সময়ে যখন আমার বয়সি বাকি ছেলেদের দেখতাম জিমে গিয়ে বাইসেপ বানাত, তখনও আমি সবচেয়ে ছোট মাপের টিশার্ট পরে ঘুরেছি। এমনকি, সেই টিশার্টও আমার ঢিলে হত। আমার জীবনে প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’-তে জয় সিংহ রাঠৌর চরিত্রটির জন্য আমার চেহারা ছিল একেবারে পারফেক্ট। তবে পরবর্তী ছবি ‘কিডন্যাপ’-এর জন্য আমাকে বডি ট্রেনিং শুরু করতে হয়।’’
পোস্টে অভিনেতা জানান, কী ভাবে পরিচালকেরা তাঁকে সুঠাম চেহারা বানানোর জন্য জোর করতেন, শুধু তা-ই নয়, তাঁর চেহারা নিয়ে পরিচালকেরা হাসি-ঠাট্টাও করতেন। ইমরান বলেন, ‘‘তার পর বেশ কিছু বছর আমি শরীরচর্চা করি জোরকদমে। কিন্তু তখনও কোনও ছবির অফার এলে আমাকে শুনতে হত, আমার চেহারা নাকি বড়ই দুর্বল। আমাকে বাচ্চা ছেলের মতো দেখতে, নায়কের মতো নয়। অভিনেত্রীরা নাকি আমার থেকে বেশি বয়স্ক দেখায় পর্দায়। এই সব মন্তব্য শুনে আমার ভিতরে আত্মবিশ্বাসের অভাব হতে শুরু করে। হিরোর মতো চেহারা আমাকে পেতেই হবে, তাই আরও কঠোর পরিশ্রম শুরু করি। শরীরচর্চার পাশাপাশি, ক্যালোরি মেপে খাওয়াদাওয়াও শুরু করি। তবে তাতেও তেমন বদল চোখে পড়ছিল না। তাই ওয়ে প্রোটিন, ক্রিয়েটিন, লিউসিন, গ্লুটামাইনের মতো সাপ্লিমেন্ট নিতে শুরু করি। এই সব সাপ্লিমেন্ট নিয়ে হিরোদের মতো চেহারা হল ঠিকই, তবে শরীরের অনেক ক্ষতিও হল।’’
কিছু বছর আগে অবসাদে ভুগছিলেন অভিনেতা। ইমরান বলেন, ‘‘অবসাদের কারণে আমি শরীরচর্চা করা ছেড়ে দিই। তখন আমি অনেক বেশি রোগা হয়ে যাই। সকলে আমাকে দেখে নানা রকম কথা বলতে শুরু করেন। বলা হয়, আমি নাকি মাদক নিতাম, তাই চেহারার এমন হাল হয়েছিল। এই সব মন্তব্য শুনে আমি ভীষণ লজ্জিত বোধ করতাম।’’
এখন অবসাদ থেকে বেরিয়ে এসেছেন ইমরান। আবার নতুন করে জিমে যাওয়া শুরু করেছেন। এখন হলুদ, আখরোটের মতো সাপ্লিমেন্ট খান অভিনেতা। ইমরান বলেন, ‘‘এখন আমি বেশ ফিট। পুরনো চেহারা মিস করি বটে তবে কোনও আক্ষেপ নেই।’’