Threads

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অক্ষত রেখেও থ্রেড্‌স ডিলিট করা যাবে, জানেন কী ভাবে?

থ্রেড্স অ্যাপটি ব্যবহার করতে না চাইলে প্লে স্টোর থেকে তা আনইনস্টল করতে হয়। কিন্তু সমস্যা হল এই অ্যাপটি যেহেতু ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত, তাই তা ডিলিট করতে গেলে এতদিন দু’টি অ্যাপই একসঙ্গে ডিলিট হয়ে যেত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৯:৫৭
Share:

থ্রেড্স ব্যবহার করতে চান না? ছবি: সংগৃহীত।

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড্‌স— ‘মেটা’ পরিচালিত তিনটি ডিজিটাল প্ল্যাটফর্ম। টুইটারের বিকল্প হিসাবে থ্রেড্‌স রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিল। এই থ্রেড্‌স অ্যাপটি ব্যবহার করতে না চাইলে প্লে স্টোর থেকে তা আনইনস্টল করতে হয়। কিন্তু সমস্যা হল এই অ্যাপটি যেহেতু ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত, তাই তা ডিলিট করতে গেলে দু’টি অ্যাপই একসঙ্গে ডিলিট হয়ে যেত। তবে মেটা জানিয়েছে, এ বার আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অক্ষত রেখেই এ বার ফোন থেকে থ্রেড্‌স অ্যাকাউন্ট একেবারে ‘ডিলিট’ বা সাময়িক ভাবে নিষ্ক্রিয় করে ফেলা যাবে।

Advertisement

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রেখে থ্রেড্ ডিলিট করতে চাইলে কী কী করতে হবে?

১) প্রথমে ফোনের গুগ্‌ল প্লেস্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে থ্রেড্‌স অ্যাপটি আপডেট করে নিন।

Advertisement

২) এ বার ওই অ্যাপের সেটিংসে যান।

৩) সেখানে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল— এই দু’টি অপশন পাবেন।

৪) পছন্দ মতো কোনও একটিতে ক্লিক করুন।

৫) চাইলে থ্রেড্‌স অ্যাপটি একেবারে মুছে ফেলতে পারেন। আবার প্রোফাইলটিকে নিষ্ক্রিয়ও করে রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement