Google

দীপাবলির দিন গুগ্‌লে কোন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিলেন তরুণরা, নিজেই জানালেন সুন্দর পিচাই

যে কোনও সমস্যা হলেই এখন সকলের ভরসা গুগ্‌ল। পথ হারালে কিংবা মনে কোনও প্রশ্ন জমা হলে অনেকেই তাঁর উত্তর খোঁজেন গুগ্‌লে। দীপাবলির দিন গুগ্‌লের কাছে ঠিক কী কী প্রশ্ন রেখেছে বিশ্ববাসী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৯:৪৪
Share:

গুগ্‌লের কাছে দীপাবলির রাতে কী প্রশ্ন রেখেছিলেন তরুণ-তরুণীরা? ছবি: সংগৃহীত।

দিন দুয়েক আগেই দেশ জুড়ে পালিত হয়েছে দীপাবলি। ঘরে ঘরে জ্বলেছে প্রদীপ, হয়েছে পুজো। দীপাবলির বিষয়ে গুগ্‌লে কী কী জানতে চেয়েছেন বিশ্ববাসী, তা নিয়ে এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই।

Advertisement

যে কোনও সমস্যা হলেই এখন সকলের ভরসা গুগ্‌ল। পথ হারালে কিংবা মনে কোনও প্রশ্ন জমা হলে অনেকেই তাঁর উত্তর খোঁজেন গুগ্‌লে। দীপাবলির দিন গুগ্‌লের কাছে ঠিক কী কী প্রশ্ন রেখেছে বিশ্ববাসী?

১) ভারতবাসী কেন দীপাবলি উদ‌্‌যাপন করে?

Advertisement

২) দীপাবলির দিন রঙ্গোলি বানানো হয় কেন?

৩) দীপাবলিতে কেন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়?

৪) দীপাবলিতে কেন ঘরে লক্ষ্মীপুজো করা হয়?

৫) দীপাবলির সকালে তেল মেখে স্নান করা হয় কি?

তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের ধর্মের আচার-অনুষ্ঠান মেনে চলতে চান, তবে সমস্ত বিধি তাঁদের জানা থাকে না।তাই অনেকেই নিয়ম জানতে ভরসা রাখেন গুগ্‌লের উপর।ঠিক যেমন আগেকার দিনে ঠাকুরমা-দিদিমাদের কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হতো।এখন অবশ্য সব প্রশ্নের উত্তর জানতে গুগ্‌লের উপরেই ভরসা রাখছে তরুণ প্রজন্ম।সুন্দরের টুইট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement