ভবিষ্যৎ কি এতটাই ভয়াবহ হতে চলেছে? ছবি: সংগৃহীত
‘ভবিষ্যতের খবর’ শীর্ষক একটি সিরিজে শিল্পী ফাবিয়েন ব্যরাউ তুলে ধরেছেন প্রলয়োত্তর পৃথিবীর ছবি। ছবি তোলার পাশাপাশি ডিজিটাল আর্ট বা বৈদ্যুতিন শিল্পকলা নিয়ে কাজ করা ফাবিয়েন পৃথিবীর বিশেষ কিছু সৌধ ও স্থানের ছবিকে কল্পনার রঙে রাঙিয়ে দেখিয়েছেন, কী ভয়ানক হতে পারে জলবায়ু সঙ্কট।
ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে শিল্পী তুলে ধরেছেন, কেমন হতে পারে ২৪৭৬ সালের নিউ ইয়র্ক। সিরিজে রয়েছে রোমের কলোসিয়ামের ছবিও। দেখা যাচ্ছে মরুভূমির মতো বালিতে চাপা পড়ে আছে এই প্রাচীন স্থাপত্য। শিল্পীর কল্পনায় ২৩২৩ সালের শিকাগো শহর ঢেকে গিয়েছে ঘন জঙ্গলে, ২১১৯ সালে স্ট্যাচু অব লিবার্টির অর্ধেক ডুবে সমুদ্রের জলে। দেখা গিয়েছে ভগ্ন আইফেল টাওয়ারও। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ইনস্টাগ্রামে পছন্দ করেছেন ছবিগুলি।