Coat cleaning Tips

শুধু পরলেই হবে না, পরিষ্কারও করতে হবে, তবে দোকানে দেবেন, না বাড়িতেই কাচবেন কোট?

কোট কি বাড়িতে কাচবেন, না কি দোকানে দিলেই ভাল? কোটে খাবার বা তেলের দাগ লেগে গেলে কী ভাবে তা পরিষ্কার করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪
Share:

কোট কি বাড়িতে কাচা যায়? ছবি:ফ্রিপিক।

মিনি স্কার্টের সঙ্গে ট্রেঞ্চ কোর্ট পরে পার্টিতে গিয়েছিলেন। বাড়ি এসে দেখছেন, খেতে গিয়ে হাতায় দাগ লেগে গিয়েছে। সেই দাগ তুলতে কি কোট দোকানে ড্রাইওয়াশে দেবেন? না কি তা বাড়িতেও কাচা যায়?

Advertisement

দাগ লেগে গেলে: যত দ্রুত সম্ভব সেই স্থানটি একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিন। একটি পাত্রে জল নিয়ে তাতে কোট বা উলের পোশাক কাচার উপযোগী কোনও সাবান মিশিয়ে নিন। সেই মিশ্রণে কোনও কাপড়ে ভিজিয়ে, তা দিয়ে দাগ লাগা অংশটি ঘষে নিন। কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন।

কোট কি বাড়িতে কাচা যায়?

Advertisement

তার আগে জানা দরকার, কোটটি কী ধরনের? সুতি, নাইলন, ফ্লিস, ভিনাইল, উলের কোট হলে তা বাড়িতে কাচা যেতে পারে। তবে চামড়া, ভেলভেট, ফারের কোট বাড়ির বদলে দোকানে ‘ড্রাই ক্লিনিং’-এ দিতে হবে।

বিভিন্ন ধরনের কোটের লেবেলের সঙ্গে নির্দেশিকা দেওয়া থাকে, সেটি ড্রাই ওয়াশ করতে হবে, না হাতে কাচা যাবে। মেশিনে কাচা যাবে কি না, তা-ও বলা থাকে। সেই নির্দেশিকা মেনে চলা দরকার। উলের পোশাক কাচা যায়, এমন সাবান জলে মিশিয়ে তাতে একটি কাপড় ডুবিয়ে কোটের কলারের ভিতরের অংশে ঘষে দেখুন। যদি রং উঠতে থাকে, তা হলে বুঝতে হবে, ওই কোট বাড়িতে কাচা যাবে না। ড্রাই ক্লিন করাতে হবে।

মেশিনে না হাতে, কী ভাবে কাচবেন?

যদি মেশিনে কাচার নির্দেশিকা থাকে তা হলে ওয়াশিং মেশিন ব্যবহার করা যাবে। তবে, গরম জলে নয়, ঠান্ডা জলে কাচতে হবে। হালকা পোশাক কাচার জন্য যে ‘মোড’, তাতেই কাচতে হবে। তবে যে কোনও সময়েই যন্ত্রের চেয়ে হাতে কাচলে কোট ভাল থাকবে।

কাচার পদ্ধতি: একটি বালতি বা গামলায় অর্ধেক ঠান্ডা জল নিন। তাতে ১ থেকে ২ টেবিল চামচের মতো মৃদু কোনও তরল সাবান মিশিয়ে নিন। এর পর কোটটি সেই জলে ডুবিয়ে দিন। ৫ মিনিট ভিজিয়ে রাখার পর হালকা হাতে ঘষে নিন। তার পর পরিষ্কার জলে ডুবিয়ে ধুয়ে নিন। তবে নিংড়ে জল বার করতে যাবেন না।

একটি বড় শুকনো তোয়ালের উপর কোটটি রেখে, তোয়ালের সঙ্গে সেটি রোল করে নিন। আলতো চাপ দিন। এতে কোটের অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তার পর হ্যাঙ্গারে আটকে ছায়ায় রেখে কোট শুকিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement