Washing Machine Using Tips

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচারও নিয়ম আছে, না মানলে পোশাক নষ্ট হয়ে যেতে পারে

সঠিক পদ্ধতি না জানা থাকলে অনেক সাধের পোশাকও নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার ওয়াশিং মেশিন ব্যবহার করার আগে জেনে নিন কিছু নিয়ম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৫০
Share:

বুঝেশুনে ব্যবহার করুন ওয়াশিং মেশিন। ছবি: সংগৃহীত।

শুধু পোশাক নয়, বিছানার চাদর বা পর্দার মতো ভারী কাপড় কাচতে সাহায্য করে ওয়াশিং মেশিন। কিন্তু এই যন্ত্র ব্যবহার করার আগে কিছু নিয়ম জানতে হবে। না হলেই মুশকিল। সঠিক পদ্ধতি না জানা থাকলে অনেক সাধের পোশাকও নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার মেশিন ব্যবহার করার আগে জেনে নিন কিছু নিয়ম।

Advertisement

১) রঙিন কাপড় ধোয়ার সময়ে এক চা চামচ নুন ঢেলে দিন। রং ফিকে হবে না। রঙিন পোশাক সব সময়ে উল্টো করে মেশিনে দিন।

২)শুধু জিন্‌স বা কৃত্রিম ভাবে তৈরি কাপড়ের পোশাক ধোয়ার জন্য গরম জল ব্যবহার করুন। বাকি সব পোশাক, বিশেষ করে গাঢ় রঙের পোশাক, বা সুতির পোশাক ঠান্ডা জলেই ধুয়ে নিন। নয়তো রং উঠে পোশাক ছোট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

৩) মাঝেমাঝে যন্ত্র পরিষ্কার না করলে যন্ত্র আপনার পোশাক ঠিকমতো পরিষ্কার করবে না। তাই মাসে এক বার এক বিশেষ ধরনের ডিটারজেন্ট দিয়ে যন্ত্রের ভিতরটি পরিষ্কার করে নিন। এই ধরনের ডিটারজেন্ট ওয়াশিং মেশিনের সঙ্গে কিনতে পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement