Book

Life Hacks: বই পড়তে ভালবাসেন? পছন্দের বইয়ের যত্ন নেবেন কী ভাবে

যত্ন নিলে কোনও একটি বই সহজেই বহু বহু বছর টিকিয়ে রাখা সম্ভব। কী ভাবে নেবেন বইয়ের যত্ন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৬:৫৩
Share:

সমান মাপের বইগুলি একসঙ্গে রাখুন। ছবি: সংগৃহীত

আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে বইয়ের পরিবর্তে যতই নতুন নতুন যন্ত্র আসুক, তবুও বইয়ের বিকল্প নেই। বইয়ের তাক জুড়ে নানা বিষয়ের বই ঘরের মাধুর্য্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে আলমারি জুড়ে শুধু বই সাজিয়ে রাখলেই হল না, বই ভাল রাখতে বইয়ের প্রতি বাড়তি যত্ন নেওয়াও প্রয়োজন।

কী ভাবে ভাল রাখবেন বই?

Advertisement

সমান মাপের বই একসঙ্গে রাখুন: অনেকে আলমারির তাক জুড়ে ছোট, বড়, পাতলা, মোটা, লম্বা বিভিন্ন মাপের বই পর পর সাজানো থাকে। এমনটি করবেন না। সমান মাপের বইগুলিকে একজায়গায় রাখুন।

Advertisement

বইয়ের ছেঁড়া পাতা জুড়তে আঠা নয় : বইয়ের পাতা ছিঁড়তেই, আঠা দিয়ে সাময়িক কাজ চালিয়ে নেবেন না। এতে বইয়ে পোকা লাগার আশঙ্কা থেকে যায়। যাঁরা বই বাঁধাইয়ের সঙ্গে যুক্ত, তাঁদের পরামর্শ নিন এই বিষয়ে।

আরও পড়ুন:
আরও পড়ুন:

নিয়ম করে বইয়ের ধুলো ঝেড়ে পরিষ্কার করুন। ছবি: সংগৃহীত

বইয়ের ধুলো পরিষ্কার করুন: রোজ সম্ভব না হলেও সপ্তাহে দু’-তিন দিন বইয়ের ধুলো পরিষ্কার করুন। বইয়ের তাক গুছিয়ে প্রত্যেকটি বই পর পর রাখুন।

খাবার সময় বই ধরবেন না: অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস আছে। এতে অসাবধানতাবশত বইয়ের পাতায় ঝোল-তরকারি লেগে যাওয়ার আশঙ্কা থাকে। বইকে পরিষ্কার রাখতে খাওয়ার সময় বই পড়া এড়িয়ে চলুন।

বুকমার্কের ব্যবহার করুন: বইয়ের যে পাতাটি পড়ছিলেন সেই পাতায় ফিরে যেতে, পাতা মুড়ে রাখবার পরিবর্তে বুকমার্কের ব্যবহার করুন।

বইয়ের ভাঁজে রাখুন নিমপাতা: বইপোকার উপদ্রব থেকে বাঁচতে বইয়ের পাতার ভাজে ভাজে নিমপাতা রাখতে পারেন। এতে পোকায় কাটার আশঙ্কা কমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement