যাতায়াতের সময়টাকে কাজে লাগান। ট্রেন বা বিমানে কোথাও যাওয়ার সময়টুকু প্রয়োজনীয় কাজ করার বেশ ভাল সময়। প্রোজেক্ট তৈরি বা প্রয়োজনীয় লেখালেখির কাজ করে নিন এই সময়।
আজকের দিনে আমাদের কাছে সবচেয়ে বেশি অভাব যে জিনিসটার, তা হল সময়। দিনের শুরুতে হয়ত আপনি অনেক কিছু করার পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু দিনের শেষে পৌঁছে সবটুকু করে উঠতে পারলেন না। আর তা শুধু পারলেন না সময়ের অভাবে। অথচ সময় বাঁচানো কিন্তু খুব কঠিন নয়। রুটিনে সামান্য কিছু পরিবর্তন আপনাকে দিনে ২-৩ ঘণ্টা বেশি সময় এনে দিতে পারে। সঙ্গের গ্যালারিতে রইল সময় বাঁচানোর কিছু টিপস।
আরও পড়ুন: সাবানের শেষ টুকরোগুলো ফেলে দেন কেন? নতুন সাবান তৈরি করে নিন