Home Decor

Study: পড়ায় মন বসছে না শিশুর? তার পড়ার ঘরটি নতুন ভাবে সাজিয়ে দিয়ে দেখুন

কী করলে পড়ায় মন বসবে শিশুর? চেষ্টা করুন এমন কিছু করতে, যাতে ঘরের এক ঘেয়েমি কাটে। নতুন করে সাজিয়ে ফেলতে পারেন শিশুর পড়ার ঘরটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৮:৪১
Share:

প্রতীকী ছবি।

অতিমারির সময়ে মুশকিলে পড়েছেন? সন্তানের কিছুতেই পড়ায় মন বসছে না? এ সমস্যা আপনার একার নয়। অতিমারির এই সময়ে এমন সমস্যা দেখা যাচ্ছে ঘরে ঘরে। স্কুলে গিয়ে ক্লাসরুমে বসা নেই। মাঠে গিয়ে খেলা বন্ধ। নাচ-গানের ক্লাসও সেই বাড়ি থেকেই। বন্ধুদের সঙ্গে দেখা হয় না। সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আটকে থেকে মন খারাপ বহু শিশুর। যে কিছু দিন আগেও উৎসাহ নিয়ে স্কুলের পড়া সারত, এখন কিছুই ভাল লাগে না তার। এ ক্ষেত্রে সমস্যায় পড়েন বাবা-মা।

Advertisement

কী করলে পড়ায় মন বসবে শিশুর? চেষ্টা করুন এমন কিছু করতে, যাতে ঘরের এক ঘেয়েমি কাটে। নতুন করে সাজিয়ে ফেলতে পারেন শিশুর পড়ার ঘরটি।

প্রতীকী ছবি।

কী ভাবে সাজাবেন?

Advertisement

১) দেওয়ালের রং বদলে ফেলুন। বাড়ির শিশুটির পছন্দের রং করে দিন অন্তত একটি দেওয়ালে। একটু উজ্জ্বল রং ব্যবহার করলে সবচেয়ে ভাল। তবে ঘরের ভিতরে বসেও মন ভাল থাকবে।

২) বাহারি আলো ব্যবহার করুন। সাদা টিউবলাইট রাখবেন না, তেমন নয়। কিন্তু তার সঙ্গে আরও একটি কাজ করা যেতে পারে। ঘরে নানা রঙের আলোও কিছু লাগিয়ে দিন। যাতে শিশুর মন ভাল না লাগলে, সেটি জ্বালিয়ে নিতে পারে।

৩) গাছ রাখুন পড়ার ঘরে। শিশুর পছন্দ না হলেও রাখুন। ঘরে গা থাকলে তার প্রভাব মনের উপর পড়েই। মন স্থির হবে।

৪) আরামদায়ক চেয়ার আর শিশুর পছন্দ হওয়ার মতো একটি টেবিল কিনুন।

৫) বইয়ের সব তাক গুছিয়ে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement