Plant Signs Low Water

নিয়মিত জল দিলেও জলের ঘাটতি হতে পারে গাছে, কী ভাবে তা বুঝবেন?

ঘরের গাছে জল দিচ্ছেন। কিন্তু তার পরেও জলের অভাব হতে পারে কি? কোন লক্ষণ দেখে তা বুঝবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৯:৫৫
Share:
গাছ জল দিচ্ছেন। তবে কম না বেশি হচ্ছে বুঝবেন কোন উপায়ে?

গাছ জল দিচ্ছেন। তবে কম না বেশি হচ্ছে বুঝবেন কোন উপায়ে? ছবি:ফ্রিপিক।

নিয়মিত গাছে জল দেন। কিন্তু সেই জল মাপমতো হচ্ছে কি না, বুঝবেন কী ভাবে? বেশিরভাগ গাছেই জল দেওয়া যেমন জরুরি, তেমন মাপ বোঝা দরকার। মাটিতে জল জমলে যেমন গোড়া পচে যেতে পারে, তেমনই জল কম পেলেও গাছের বাড়-বৃদ্ধিতে তার প্রভাব পড়তে পারে।

Advertisement

জলের অভাবের লক্ষণ

গাছ ঠিকমতো না বৃদ্ধি পেলে, পাতা হলুদ হয়ে গেলে, কুঁচকে যেতে শুরু করলে, পাতা ঝরলে সাবধান হওয়া দরকার। নিয়মিত জল দেওয়ার পরেও যদি জলের ঘাটতি হয় এই ধরনের লক্ষণ দেখা দেবে। তবে ঝামেলা হল, শুধু জল কম হলেই নয়, জল বেশি দিলেও এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে গাছে। তা হলে কী করে বুঝবেন জল কম দেওয়া হচ্ছে?

Advertisement

১। হাতের আঙুল টবের মাটির ভিতরে সোজা ভাবে ২-৩ ইঞ্চি প্রবেশ করান। যদি মাটি ভিজে হয়, জল দেওয়ার দরকার নেই। তবে শুকনো মনে হলে অবশ্যই জল প্রয়োজন।

২। একটি লম্বা কাঠি দিয়েও এই পরীক্ষা করা চলে। সেটি মাটির ভিতরে প্রবেশ করিয়ে দেখুন। ভিজে কাদা মাটি কাঠিতে লেগে যাবে। শুকনো হলে কাঠিতে লাগবে না। এই পরীক্ষায় বুঝতে পারবেন, মাটি আর্দ্রতা কেমন, কতটা নীচ পর্যন্ত ভিজে ভাব রয়েছে।

৩। গাছ-সহ টব হাতে তুলে ভার বোঝার চেষ্টা করুন। মাটিতে জল থাকলে সেটি ভারী হবে। জল যত কম থাকবে মাটির রঙে যেমন তফাত হবে ওজন তুলনামূলক কম হবে।

৪। প্রতিটি গাছের বেড়ে ওঠার জন্য মাটির পিএইচ-এর একটি নির্দিষ্ট মাত্রা থাকা দরকার। পিএইচ মাত্রা, আর্দ্রতা মাপার যন্ত্রও আছে। বাগানের শখ থাকলে এমন যন্ত্র কাজের হবে।

৫। টবের মাটি একেবারে শুকিয়ে গেলে বা ফেটে গেলেও বোঝা যাবে জলের অভাব রয়েছে। জল দেওয়ার সময় সামান্য একটু জল না দিয়ে টব ভরে জল দিন। তবে খেয়াল রাখতে হবে সেই জল যেন না জমে টবের ছিদ্র দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। বিশেষত গরমের দিনে এই কৌশল কাজে আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement